বান্দরবনে চিম্বুক পাহাড়ের আধিবাশিদের ভূমি দখল করে সিকদার গ্রুপের হোটেল ও পর্যটন স্থপনা নির্মাণের চক্রান্ত রুখো সহ উন্নয়নের নামে আদিবাসীদের জীবন ধ্বংশ করার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার (১৫ই) নভেম্বর সকাল সাড়ে ১১ টায় নগরীর প্রাণকেন্দ্র সদররোডে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল শাখা এই কর্মসূচি পালন করে। বরিশাল সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাগর দাশ আকাশের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব রাখেন বাসদ বরিশাল সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী, কেন্দ্রীয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট নেতা আল কাদেরী জয়, বিধান সিকদার, সুজন সিকদার ও সাইফুল ইসলাম প্রমুখ। বক্তরা বলেন আমাদের পাহাড়ী অঞ্চলের দীর্ঘদিনের বাসিন্দা কোনভাবেই তাদের জমি দখল করার মাধ্যমে উৎখাত করা চলবে না। সেখানের জমি দখলের যে চক্রান্ত সহ জমি গ্রাস করা হয়েছে অবিলম্বে তাদের জমি ফিরিয়ে দিয়ে তাদের স্বাভাবিক জীবন-যাপনের ব্যবস্থা করার দাবী জানান।