শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

জগন্নাথপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলনে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি

ইয়াকুব মিয়া (জগন্নাথপুর) সুনামগঞ্জ
  • আপডেট সময় বুধবার, ১ জানুয়ারী, ২০২৫

সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে জগন্নাথপুর আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে জগন্নাথপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সেক্রেটারি রুহুল আমীনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুনামগঞ্জ জেলার সেক্রেটারি শ্রমিক নেতা লুৎফুর রহমান দুলাল। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জজ কোর্ট- এর এপিপি, জগন্নাথপুর ও শান্তিগঞ্জের মাটি ও মানুষের নেতা এডভোকেট ইয়াসিন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান, সেক্রেটারি মাওলানা আফজাল হোসাইন, উপজেলা জামায়াতের মজলিশে শুরা ও কর্মপরিষদ সদস্য আব্দুল কাইয়ুম, পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালীউল্লাহ। এসময় বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন জামায়াতের সভাপতি তৈয়বুর রহমান, চিলাউড়া- হলদিপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি রিয়াজ উদ্দিন রাজু, পাইলগাঁও ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহ আহমদ হোসেন আকমল, পাইলগাঁও ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহিনুল হক, চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের সভাপতি সোহেল আহমদ, শ্রমিক নেতা মাওলানা রবিউল হুসাইন প্রমূখ। পরে জগন্নাথপুর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ২০২৫-২৬ সেশনের জন্য ২৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি লুৎফুর রহমান দুলাল। কমিটির দায়িত্বশীলরা হলেন, সভাপতি মোহাম্মদ দিলোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সহ-সভাপতি মাও আজিজুর রহমান, উসমান আলী, জসীম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, আজিজুল ইসলাম, আবুবকর সিদ্দিক, নূর উদ্দিন লিটন, সৈয়দ মুজাফ্ফর আলী, কোষাধ্যক্ষ মাওঃ মাইন উদ্দিন, সহ-কোষাধ্যক্ষ সুহেল আহমেদ, প্রচার সম্পাদক সাইনুল হক, দুখু হোসাইন, সুমন রানা, সাহিত্য- সাংস্কৃতিক সম্পাদক সাকিল আহমেদ, সহ-সাহিত্য সম্পাদক ফুজাইল আহমদ, ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান শুভ, সহ-ক্রীড়া সম্পাদক মুছনু আহমেদ, আলী আকবর, দপ্তর-সম্পাদক রুকন উদ্দিন, আলী আকবর, জসিম উদ্দিন সুজন মিয়া, সদস্য মাওঃ সামসুল ইসলাম, কামাল আহমদ, অন্তর হোসাইন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com