১লা জানুয়ারি জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়। গলাচিপা উপজেলা বিএনপির দু’গ্রুপের ছাত্রদলের উপজেলা কমিটি ও সরকারি ডিগ্রি কলেজ, পৌর ছাত্রদলের আয়োজনে বেলা ১১ টায় ব্যান্ড পার্টি শোভাকারে শহিদ জিয়া, বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়ার ছবি সম্বলিত প্লেকার্ড হাতে নিয়ে হাজার হাজার ছাত্র দলের নেতাকর্মী সহ উপজেলা বিএনপির দু’গ্রুপের নেতৃবৃন্দের অংশগ্রহণে গলাচিপা সদরে শ্লোগানে শ্লোগানে আনন্দ উৎসবে র্যালি মিছিল শহর জুড়ে আনন্দ মিছিল করে। বিএনপি বর্তমান কমিটি পৌর মঞ্চে এবং সাবেক এমপি ও শহিদ আলহাজ¦ শাহজাহান খানের গ্রুপের নেতৃবৃন্দ, ছত্রদলের নেতৃবৃন্দ বিএনপি কার্যালয়ে র্যালি শেষে সমাবেশ ও আলোচনা সভা করে। এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা ও সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিন খন্দকার, আসাদুজ্জামান সবুজ প্যাদা, যুবদল নেতা মোঃ মঈন, মাসুম বিল্লাহ ও মুশফিকুর রহমান রিচার্ড। অপরদিকে সাবেক বিএনপির নেতা মোঃ রফিকুল ইসলাম খান, আঃ সোবাহান, মোঃ নেছার রাড়ী সহ দু’গ্রুপের ছাত্র দলের নেতৃবৃন্দ। পুলিশ শান্তি শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করে। বক্তারা গণতন্ত্র ও আগামী জাতীয় সংসদ নির্বাচন দ্রুত করার দাবী করে।