সুনামগঞ্জের জগন্নাথপুরে রোড প্রসন্ত ও দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বিকেলে জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর-চিলাউড়া রোড প্রসন্ত ও দ্রুত সংস্কারের দাবিতে এলাকাবাসীর পক্ষ থেকে চিলাউড়া বাজার পরিচালনা কমিটির সভাপতি আব্দুল মালিকের সভাপতিত্বে সমাজকর্মী হিফজুর রহমান তালুকদার জিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সমাজকর্মী দিলোওয়ার হোসেন লিলু, আশিক মিয়া, সুহেল মিয়া, লাল মিয়া, শোয়াইবুর রহমান শোয়েব, রুজেল ইসলাম, ছাত্রনেতা শাহান মিয়া, সাকিল আহমদ, জাহেদ মিয়া, জুবেল মিয়া, রবিউল মিয়া সহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। সভায় বক্তারা জগন্নাথপুর-চিলাউড়া রোড প্রসন্ত ও দ্রুত সংস্কারের দাবি জানান।