শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম ::
ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা সফল হবে না: ফখরুল সিরিয়ায় ফ্যাসিস্ট আসাদের অনুগত কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন আমির মামুনুল হক ঢাকায় মার্কিন দূতাবাসে যোগ দিলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তারেক রহমানকে ট্রাম্পের আমন্ত্রণ ফ্যাসিস্ট সরকার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে -ডা. শফিকুর রহমান আগামী জাতীয় নির্বাচন নিবন্ধিত সব দল নিয়েই হবে: সিইসি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ রাখার সিদ্ধান্ত বিএসএফের এবি পার্টির নতুন চেয়ারম্যান মজিবুর মঞ্জু, জেনারেল সেক্রেটারি ব্যারিস্টার ফুয়াদ বেগম জিয়াকে দেখতে লন্ডনে মির্জা আব্বাস

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তামিম

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

থেমেই গেলেন তামিম ইকবাল। জাতীয় দলে আর ফেরা হচ্ছে না তার। লাল-সবুজ জার্সিতে আর দেখা যাবে না তাকে। ২০২৩ সালের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে যে ওয়ানডে ম্যাচটা খেলেছিলেন তিনি। সেটাই হয়ে থাকল তার শেষ আন্তর্জাতিক ম্যাচ। সিলেটে গত পরশু নিবার্চক কমিটির সাথে নিজের ভবিষ্যৎ নিয়ে দু’ দফা আলোচনার করেন তামিম ইকবাল। তবে সেই সময় আসেনি কোনো সিদ্ধান্ত, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছিলেন, সময় চেয়েছেন তামিম। তবে খুব বেশি সময় নেননি তামিম ইকবাল। গত শুক্রবার (১০ জানুয়ারি) রাতে দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাস দিয়ে তামিম ইকবাল নিজের অবস্থান স্পষ্ট করেন। ভক্ত-সমর্থক ও সতীর্থদের চাওয়াকে উপেক্ষা করে ‘না’ বলে দেন।
তামিম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেন, আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছি অনেক দিন ধরেই। সেই দূরত্ব আর ঘুচবে না। আন্তর্জাতিক ক্রিকেটে আমার অধ্যায় শেষ।’ অনেক দিন ধরেই এটা নিয়ে ভাবছিলাম। এখন যেহেতু সামনে চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় একটি আসর সামনে, আমি চাই না আমাকে ঘিরে আবার অলোচনা হোক এবং দলের মনোযোগ ব্যাহত হোক।
এটা অবশ্য আগেও চাইনি। চাইনি বলেই অনেক আগে নিজেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছি। যদিও অনেকেই বলেছেন, অনেক সময় মিডিয়ায় এসেছে, আমিই নাকি ব্যাপারটি ঝুলিয়ে রেখেছি। কিন্তু বিসিবি-এর কোনো ধরনের চুক্তিতে যে নেই, এক বছরের বেশি সময় আগে যে নিজ থেকে সরে দাঁড়িয়েছে, তাকে পরিকল্পনায় রাখা বা তাকে নিয়ে আলোচনারও তো কিছু নেই।
তারপরও অযথা আলোচনা হয়েছে। অবসর নেওয়া বা খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত একজন ক্রিকেটার বা যে কোনো পেশাদার ক্রীড়াবিদের নিজের অধিকার। আমি নিজেকে সময় দিয়েছি। এখন মনে হয়েছে, সময়টা এসে গেছে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আন্তরিকভাবেই আমাকে ফেরার জন্য বলেছে। নির্বাচক কমিটির সাথেও আলোচনা হয়েছে। আমাকে এখনো উপযুক্ত মনে করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা। তবে আমি নিজের মনের কথা শুনেছি। ২০২৩ বিশ্বকাপের আগে যা হয়েছে, আমার জন্য তা বড় ধাক্কা ছিল, যেহেতু ক্রিকেটীয় কারণে আমি দলের বাইরে যাইনি। তারপরও আমি যেখানেই গিয়েছি, ক্রিকেট ভক্তদের অনেকে বলেছেন, আমাকে আবার জাতীয় দলে দেখতে চান।
তাদের ভালোবাসার কথা ভেবেছি আমি। আমার ঘরেও একজন অনুরাগী আছে। আমার ছেলে কখনো আমাকে সরাসরি বলেনি, কিন্তু তার মাকে বারবার বলেছে, বাবাকে আবার দেশের জার্সিতে খেলতে দেখতে চায়।
ভক্তদের হতাশ করার জন্য আমি দুঃখিত। ছেলেকে বলছি, ‘তুমি যেদিন বড় হবে, সেদিন বাবাকে বুঝতে পারবে।’ উল্লেখ্য, ২০২২ সালের ১৬ জুলাই আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন তামিম ইকবাল। ঠিক তার এক বছরের মাথায় গত ২০২৩ সালের ৮ জুলাই বাকি দু’ ফরম্যাট থেকেও অবসরের সিদ্ধান্ত নেন তামিম। তবে সেই সময় তার অবসর নিয়ে ক্রিকেট পাড়ায় হুলস্থূল পড়ে গেলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পরামর্শ করে ফের ক্রিকেটে ফেরেন। তবে এরপর একটাই ওয়ানডে ম্যাচ খেলেন নিউজিল্যান্ডের বিপক্ষে, ঘরের মাঠে। এরপর নানা কারণবশত: ভারত বিশ্বকাপের দল থেকে তামিম বাদ পড়লে আর কখনো জাতীয় দলে ফেরা হয়নি তার। বিদায় নেয়ার আগে প্রায় দেড় যুগের ক্যারিয়ারে ২৪৩ ওয়ানডে, ৭০ টেস্ট ও ৭৮টি টি-টোয়েন্টি খেলেন তামিম। যেখানে ওয়ানডেতে ৮৭৫৩, টেস্টে ৫১৩৪ ও টি-টোয়েন্টিতে করেন ১৭৫৮ রান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com