রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন

গজারিয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করছে

শাহাদাত হোসেন সায়মন গজারিয়া :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

গজারিয়ায় ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে হাজার হাজার মানুষ আসা-যাওয়া করছে গড়তে পারে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ভবেরচর ইউনিয়নের কাউনিয়াকান্দি ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে প্রতিদিন চলাচল করছেন হাজারও মানুষ। যে কোনো সময় ব্রিজটি ধসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।ব্রিজটির মাঝখানে গর্ত থাকায় যান চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে।এছাড়াও ব্রিজের দুই পাশের রেলিংগুলো নড়বড়ে।ফলে সাধারণ মানুষের দুর্ভোগের শেষ নেই। এ ঝুকিপূর্ণ ব্রিজ দিয়ে ভবেরচর ইউনিয়ন সংযুক্ত ইমামপুর ইউনিয়ন-কাউনিয়াকান্দি, লক্ষীপুর, হোগলাকান্দি, কালিপুরা, চৌদ্দকাহনিয়া, জস্টিতলা, করিমখা গ্রামের প্রায় হাজারও মানুষ যাতায়াত করেন। পাশাপাশি এই পথে মতলব-চাদপুরগামী অনেক মানুষের যাতায়াত রয়েছে। পুরোনো ব্রিজ হওয়ায় অনেক দিন থেকেই ঝুঁকিপূর্ণ হয়ে আছে।এর মধ্যে নতুন করে ব্রিজের মাঝখানে বড় আকারের একটি গর্ত সৃষ্টি হয়েছে। এতে ব্রিজটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। স্থানীয়রা আশঙ্কা করছেন যে কোনো সময় ব্রিজটি খালের মধ্যে ধসে পড়তে পারে। কাউনিয়াকান্দি গ্রামের সোহেল রানা বলেন, ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ হয়ে আছে। এর মাঝখানে বড় আকারের গর্ত হয়েছে। এতে ঝুঁকি নিয়ে প্রতিদিন মানুষ ও যানবাহন চলাচল করছে। মটর সাইকেল চালক আরিফুল বলেন, ব্রিজটি অতিরিক্ত ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে গাড়ি উঠলেই বুকটা থরপর করে কেঁপে ওঠে।এতে আমাদের মধ্যেও ভীতির সৃষ্টি হয়। দ্রুত সময়ের মধ্যে নতুন ব্রিজ নির্মাণের জন্য জনপ্রতিনিধি ও উপজেলা প্রকৌশলীসহ ইউএনও এর দৃষ্টি আকর্ষন করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com