বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন

হোয়াটসঅ্যাপ আর ব্যবহার করা যাবে না যেসব মডেলের ফোনে

আইটি ডেস্ক:
  • আপডেট সময় বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের প্ল্যাটফর্ম ব্যবহারের অভিজ্ঞতা ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। সম্প্রতি অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুই ভার্সনের ক্ষেত্রেই হোয়াটসঅ্যাপ অ্যাপের বেশ কিছু ফিচার আপডেট হবে। আর সেই কারণেই পুরোনো বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোন ও আইফোনে হোয়াটসঅ্যাপ অ্যাপ কাজ করা বন্ধ হতে চলেছে। সাম্প্রতিক এক আপডেটে হোয়াটসঅ্যাপ ঘোষণা করেছে যে, আগামী ৫ মে থেকে আইওএসের পুরোনো ভার্সনে আর সাপোর্ট দেবে না তারা। ১৫.১-র আগের আইওএস ভার্সনকে সাপোর্ট করবে না এই মেসেজিং অ্যাপ। এমনকি টেস্টফ্লাইটে পুরোনো বিটা ভার্সনের মাধ্যমে অ্যাক্সেস করার চেষ্টা করলেও এটি ব্যবহার করতে পারবেন না ব্যবহারকারীরা।
আর এই পরিবর্তনের প্রাক্কালে এরই মধ্যে এই সব ডিভাইসের লেটেস্ট অ্যাপ ভার্সন ইনস্টল করা থেকে বিটা টেস্টারদের ব্লক করেছে হোয়াটসঅ্যাপ। আইওএসের জন্য হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ২৫.১.১০.৭২ ইনস্টল করার আগে যে ব্যবহারকারীরা নিজেদের আইফোন বিটা প্রোগ্রামে নথিভুক্ত করেছেন, তাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, ব্যবহারকারীদের ডিভাইসটি আইওএস ১৫.১ বা তার পরবর্তী সংস্করণ চলছে। আইফোন ৬, আইফোন ৬ প্লাস এবং আইফোন ৫-এর মতো পুরোনো আইফোনকে আইওএস ১৫-এ আপগ্রেড করা যাবে না। এর ফলে বিটা টেস্টাররা আর পুরোনো আইফোন ব্যবহার করতে পারবেন না। তবে বর্তমান হোয়াটসঅ্যাপ বিটা রিলিজ মেয়াদ শেষ হওয়ার আগে আরও কয়েক সপ্তাহ পর্যন্ত কাজ চালিয়ে যাবে। যদিও ব্যবহারকারীরা অ্যাপের স্টেবল ভার্সনে স্যুইচ করতে পারেন। যার জেরে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আপডেট গ্রহণ করতে পারবেন।
নিজেদের আইফোনে হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সন ইনস্টল করবেন যেভাবে-
>> আইফোনের সেটিংস অ্যাপ খুলুন।
>> এবার জেনারেল > সফটওয়্যার আপডেটে যেতে হবে।
>> আপডেট উপলব্ধ হলে ইনস্টল নাও-এ ট্যাপ করতে হবে।
>> আপডেট সম্পূর্ণ হলে ব্যবহারকারীর আইফোন চালিত হবে আইওএস ১৫.১ ভার্সনে।
>> এরপর ব্যবহারকারীরা নিজেদের ডিভাইসে লেটেস্ট হোয়াটসঅ্যাপ বিটা ভার্সন ইনস্টল করতে পারবেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com