টাংগাইলে ধনবাড়ী উপজেলায় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৩তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার ২০২৫ দুপুরে ধনবাড়ী সরকারি নওয়াব ইনস্টিটিউশ মাঠে এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। ধনবাড়ী উপজেলা প্রশাসন ও ধনবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস এ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণির আয়োজন করে। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মদ বাবুল হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ধনবাড়ী উপজেলার নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সায়েম ইমরান, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, পাবলিক হেলথ কর্মকর্তা ফারুক হাসান, পাইস্কা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন তালুকদার সহ ধনবাড়ী উপজেলার সকল স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি, মোঃ আবু সাঈদ নিয়মিত খেলাধুলার গুরুত্ব উল্লেখ করে বলেন, শরীরচর্চা ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে দেহ ও মনের মধ্যে একটা বন্ধনের সৃষ্টি হয়।এজন্য তিনি ছাত্র-ছাত্রীদের নিয়মিত পাঠের পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। তিনি আরও বলেন, অযথা মূল্যবান সময় নষ্ট না করে বই পড়ে জ্ঞান অর্জন করতে হবে। কর্মদক্ষতা ও চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষতা অর্জন করতে হবে।আগামীর বাংলাদেশ হবে নৈপুণ্য ও জ্ঞানে-বিজ্ঞানের, সেজন্য নিজেকে প্রস্তুত করতে হবে।