সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:১৬ অপরাহ্ন

বোরহানউদ্দিনে জুলাই বিপ্লবে শহীদ ৩ শ্রমিক পরিবারকে শ্রমিকদলের পক্ষ থেকে অনুদান প্রদান

বোরহানউদ্দিন প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

ভোলার বোরহানউদ্দিনে জুলাই বিল্পবে নিহত শহীদ ৩ শ্রমিক পরিবার কে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়েছে। রবিবার (৯ ফেব্রুয়ারী ২০২৫) জুলাই বিল্পবে নিহত বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সুজন (হেলপার), জাকির( গার্মেন্টসকর্মী), ও টবগী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নয়ন(রাজমিস্ত্রী) সহ ৩জন শহীদ শ্রমিক পরিবার এর সাথে স্বাক্ষাত সহ খোজ খবর নিতে কেন্দ্রীয় শ্রমিক দলের ১০ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল নিহত শ্রমিক পরিবারদের সাথে দেখা করে। এ সময় প্রতিনিধি দলটি শহীদ শ্রমিকদের কবর জিয়ারত করে তাদের মাগফেরাত কামনা সহ পরিবারগুলোর খোজন খবর নেন। উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতাব্বর ও সাধারন সম্পাদক জামাল পঞ্চায়েত নির্দেশনায় প্রতিনিধি দলের সদস্যগণ শহীদ শ্রমিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান শ্রমিকদলের কেন্দ্রীয় নেতাদের ভোলা২ আসনের গণমানুষের নেতা সাবেক সংসদ আলহাজ্ব হাফিজ ইব্রাহিম এর পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন যে, আজ আমাদের প্রিয় নেতা আপনাদের মাঝে উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু বিশেষ কাজে নেতা আসতে পারে নাই। আপনারা জানেন যে, জুলাই বিল্পবে নিহত উপজেলার সকল পরিবার গুলোকে নেতা আর্থিক ভাবে সহায়তা করেছে। তাদের খোজ খবর প্রতিনিয়ত নিচ্ছেন এবং এর ধারাবাহিকতা অব্যহত থাকবে। উপজেলা শ্রমিক দলের সভাপতি আলমগীর মাতবর বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক দলের মোট ৮৯ জন শহীদ হয়েছেন তাদের ভেতরে সবাই বিএনপি ত্যাগী নেতা। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল শ্রমিকদের কল্যানে সব সময় শ্রমিকদের পাশে আছে থাকবে। জুলাই বিল্পবে নিহত শহীদ পরিবারদের যে কোন সমস্যায় তিনি পাশে আছেন এবং থাকবেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ পরিবারের মধ্যে শ্রমিক দলের শহীদ জাকিরের মা বলেন স্বৈরাচারী শেখ হাসিনার সরকার আমার ছেলেকে মেরেছে আমি এই হত্যাকা-ের বিচার চাই। কেন্দ্রীয় শ্রমিকদলের মোঃ মনজুরুল ইসলাম মঞ্জু প্রচার ও প্রকাশনা সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি, মোঃ কামরুল জামান সদস্য সচিব শ্রমিক দল ঢাকা মহানগর উত্তর, মোঃ মোশারফ হোসেন মন্টু সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক জোট, মোঃ মোসলেহ উদ্দিন বাবলু পন্ডিত, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর, মানিক মিয়া, সভাপতি ভোলা জেলা শ্রমিকদল সহ অন্যান্য নেতৃবৃদ্ধগণ উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন উপজেলা বি এন পির সিনিয়র যুগ্ন আহবায়ক সরোয়ার আলম খান, উপজেলা যুবদলের আহ্বায়ক শিহাব উদ্দিন হাওলাদার, সদস্য সচিব জসিম উদ্দিন খাঁন, যুগ্ন আহ্বায়ক ফখরুল ইসলাম মিঠু, পৌর যুবদল নেতা মেহেদী হাসান সাগর, ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিল হাওলাদার, টবগী ইউনিয়নের সাবেক ছাত্রদল নেতা জামাল হাওলাদার ইউনিয়ন সহ উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com