সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:০৯ অপরাহ্ন

কেরাণীগঞ্জে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রমোশনাল কাজ সম্পর্কিত মতবিনিময় সভা

শামীম আহম্মেদ (কেরানীগঞ্জ) ঢাকা
  • আপডেট সময় রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বিভিন্ন শিক্ষা কার্যক্রমের প্রচার ও প্রসার কাজের অংশ হিসেবে গতকাল দক্ষিণ কেরাণীগঞ্জের শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় বিভিন্ন পেশার লোকজনের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাউবির ঢাকা আঞ্চলিক কেন্দ্রের পরিচালক আহমেদ হুসেইন। তিনি তার বক্তব্যে বলেন, যে কোন বয়স পেশার পুরুষ মহিলাগন যার যার যোগ্যতায় আজীবন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করার সুযোগ পেয়ে থাকেন। তিনি আরো বলেন, বাংলাদেশে একমাত্র বাউবিতে নবম শ্রেণি থেকে পিএইচডি পর্যন্ত যে কেউ তার যোগ্যতার ভিত্তিতে পড়াশোনা করতে পারেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে দেশের সকল শ্রেণির মানুষের জন্য উ”চশিক্ষার সুযোগ রয়েছে। বাউবির লক্ষ্য শিক্ষার আলো সবার দোরগোড়ায় পৌঁছে দেয়া। সভায় তিনি আরো বলেন বাউবির মাননীয় উপাচার্য প্রফেসর ড এবিএম ওবায়দুল ইসলামের ডায়নামিক নেতৃত্বে বাউবির যাবতীয় কার্যক্রম এগিয়ে চলছে অপ্রতিরোধ্য গতিতে। শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.গোলাম হোসেন সোহেল, সভার সভাপতির বক্তব্যে বলেন, দক্ষিণ কেরাণীগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ এলাকা, এই স্কুলে বাউবির এসএসসি প্রোগ্রামের স্টাডি সেন্টার খোলার সুযোগ হলে অত্র এলাকার ঝরেপড়া অনেক মানুষের উপকার হবে বলে জানান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com