মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম ::
তিস্তা মেগাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জাগো বাহে তিস্তা বাঁচাই আন্দোলনের বিশাল পদযাত্রা ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় হেফাজত ইসলামের কাউন্সিল গুণিজন সমাবেশ শাহজাদপুরে জ্বিন হাজির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ বাংলাদেশের সম্প্রীতির সুদীর্ঘ ঐতিহ্য রক্ষায় নাগরিক সচেতনা সেমিনার নগরকান্দায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান তারাকান্দা উপজেলা বিএনপির আহবায়ক কমিটি অনুমোদন তাড়াশে ব্যক্তিমালিকানা জায়গায় সেড নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন সদরপুরে ২ মণ জাটকা ইলিশ জব্দ: মৎস ব্যবসায়ীকে জরিমানা কালিয়ায় ৩ দিন ব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা চালাতে হবে: আমীরে জামায়াত

খবরপত্র ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
সোমবার সকালে রাজধানীর আল ফালাহ মিলায়তনে অনুষ্ঠিত প্রিন্সিপাল সাব্বির উদ্দিন আহমেদ রচিত গ্রন্থ রেজেপ তাইয়্যিপ এরদোয়ান জীবন ও কর্ম শীর্ষক প্রকাশনা উৎসবে অতিথিবৃন্দ

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা: শফিকুর রহমান ঐক্যের উপর গুরুত্ব আরোপ করে দেশে ইনসাফ ও কল্যাণমুলক রাষ্ট্র প্রতিষ্ঠা করে জনগণের অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত করতে সকল পক্ষের প্রতি জোরালো আহবান জানান। এই ক্ষেত্রে তুরস্কের উদাহরণকে সামনে আনা যেতে পারে।
তিনি সোমবার সকালে রাজধানীর আল ফালাহ মিলায়তনে অনুষ্ঠিত প্রিন্সিপাল সাব্বির উদ্দিন আহমেদ রচিত গ্রন্থ রেজেপ তাইয়্যিপ এরদোয়ান জীবন ও কর্ম শীর্ষক প্রকাশনা উৎসবে বক্তব্য প্রদান করছিলেন।
সরলরেখা প্রকাশনা সংস্থার প্রধান খন্দকার আলতাফ হোসেনের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক নয়াদিগন্তের সম্পাদক জনাব আলমগীর মহিউদ্দিন এবং বিশিষ্ট সাংবাদিক, গবেষক ও লেখক শাহ আব্দুল হালিম। স্বাগত বক্তব্য পেশ করেন বইয়ের লেখক প্রিন্সিপাল সাব্বির উদ্দিন আহমেদ। উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক ও সাংবাদিক হারুন ইবনে শাহাদাত,কবি নাজমুস সাদাত, আল হাফিজ, আবিদ আজম, মেহেদী হাসান প্রমুখ।।
আমিরে জামায়াত রেজেপ তাইয়্যিপ এরদোয়ান এর জীবন, রাজনৈতিক জীবন ও বর্তমান বিশ্বে তার ভূমিকা এবং সকল বাধা-বিপত্তি পেরিয়েও তিনি তুরস্ককে বিশ্বে একটি পরাশক্তিতে পরিণত করার প্র‍্য়াস চালিয়ে যাচ্ছেন তা সবিস্তারে আলোচনা করেন। ফিলিস্তিন, রোহিঙ্গা সহ মজলুম মানবতার পাশে তিনি ও তার দেশ দাঁড়িয়েছেন। এই ক্ষেত্রে তার প্রজ্ঞা ও দূরদর্শীতার তুলে ধরেন। তিনি বাংলাদেশের জনগণের অর্থনৈতিক উন্নয়ন ও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকভাবে রুপ দিতে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসা উচিত বলে অভিমত পেশ করেন।
নয়াদিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন মুসলমানদের ঐক্যের উপর জোর দিয়ে বলেন মুসলিমরা ঐক্যবদ্ধ হলে ইসলামবৈরী শক্তি মোটেই আর মুসলমানদের উপর চলমান অত্যাচার ও নির্যাতন চালাতে পারবে না। পরে ‘রেজেপ তাইয়্যিপ এরদোয়ান’ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। প্রেসবিজ্ঞপ্তি




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com