কুড়িগ্রামের উলিপুরে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায় ও তিস্তা মেগা প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক এক সভায় রংপুর বিভাগীয় বিএনপির সম্পাদক, তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির প্রধাম আহবায়ক আসাদুল হাবিব দুলু এ কথা বলেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে থেতরাই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি উলিপুর উপজেলার আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি হায়দার আলী মিঞার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন, রংপুর বিভাগের বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু। উপ?জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ প্রমুখ। উল্লেখ্য, আগামী ১৭ ও ১৮ ফেব্রুয়ারি দুইদিন ব্যাপী কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার তিস্তা নদী অববাহিকার ১০টি স্থানে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচি উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সমাপণি অনুষ্ঠানে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি আরও বলেন, জুলাই আন্দোলনে পতিত শেখ হাসিনা সরকারকে ভারত আশ্রয় দিয়েছে, তারা কি আমাদের বন্ধু হতে পারে, পারে না। অনেক বুদ্ধিজীবি বলেন, ভারত আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র অথচ তারা বাংলাদেশের তালপট্টি দখল করে, সীমান্তে প্রতিদিন নিরীহ মানুষ গুলি করে হত্যা করে, তারা কোনদিন আমাদের বন্ধু হতে পারে না।