বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, ফ্যাসিস্ট সরকারের বড় আবিষ্কার ছিল আয়নাঘর। দেশের উন্নয়ন নামে চলত প্রহসনের নির্বাচন। নির্বাচনের নামে চলতো ভোট ডাকাতি। দিনের ভোট হত রাতে। বাঁধা বা প্রতিবাত করলেই ঠিকানা হত আয়নাঘর। শেখ হাসিনা বিরোধী দলকে দমন করার লক্ষ্যেই আবিষ্কার করেছিল আয়নাঘর। সেখানে ঘটিত হত নানান রকমের অমানসিক অত্যাচার। দিনের পর দিন বন্দী থাকতে হত ওখানে। টর্চার সেলের অন্যতম ছিলো ইলেকট্রিক শক। গুম, খুন, মিথ্যা মামলা আর আয়নাঘরের শিকার আমাদের বিএনপির শত শত নেতারা। বাংলাদেশের তিন তিন বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও বাদ পরেনি তার প্রতি হিংসা রাজনীতি থেকে। তাই ছাত্রজনতার আন্দোলন তাকে বাধ্য করেছে দেশ থেকে পালাতে। তিনি খুব গর্ব করে বলতেন শেখ হাসিনা পালায় না, কিন্তÍ্র ভাগ্যের পরিহাসে সে দেশ ছেড়ে পালাতে হয়েছে। আল্ল্হ ছাড় দিলেও ছেড়ে দেননি। অত্যাচারীরা কখনো ঠিকে থাকতে পারে না। তিনি আরো বলেন, ছাত্রজনতার আন্দোলনের শহীদদের কখনো ভুলা যাবে না। তাদের অর্জিত স্বাধীনতা কখনো বৃথা যেতে দিবো না। আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচনে খালেদা জিয়া সরকার গঠন করবে বলেও তিনি জানান। গতকাল শনিবার দুপুরে কেরাণীগঞ্জ মডেল উপজেলা নীলটেক সিঙ্গাশুর স্পোটিং ক্লাব আয়োজিত জিয়া স্মৃতি ক্রিকেট টৃর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন কেরাণীগঞ্জ মডেল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো.জহিরুল ইসলাম। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মো.শিমুল মাদবর, মো. জিরাজুল ইসলাম, আবু দাউদ রায়হান প্রমূখ।