বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৮:২২ অপরাহ্ন

হঠাৎ সাবেক অধিনায়কদের সঙ্গে বৈঠকে বিসিবি সভাপতি

স্পোর্টস ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের বিসিবি ভবনে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়কদের নিয়ে বৈঠকে বসেছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। হঠাৎ কেন কী কারণে ফারুকের এই বৈঠক, তা নিয়ে শেরে বাংলার আশপাশে গুঞ্জন-আলোচনা। তাৎক্ষণিকভাবে কারণ জানা যায়নি। তবে দেশের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে আলোচনার জন্য অনানুষ্ঠানিক এই মিটিংয়ের আয়োজন করা হয়েছে বলে শোনা গেছে।
বিসিবি সভাপতির এই বৈঠকে আমন্ত্রিত ছিলেন সাবেক অধিনায়ক শফিকুল হক হীরা, রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, রাজিন সালেহ, শাহরিয়ার নাফীস, আকরাম খান, খালেদ মাসুদ পাইলট, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ সুজন, মুমিনুল হক আর লিটন দাস।
সাকিব আল হাসান দেশে নেই। মাশরাফি বিন মর্তুজা এবং নাইমুর রহমান দুর্জয়কে আমন্ত্রণ জানানো হয়নি। অনেকটাই অনুমেয়, রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার কারণেই তারা আমন্ত্রণ পাননি। সাকিব-মাশরাফি-দুর্জয় তিনজনই আওয়ামী লীগ সরকারের আমলে সংসদ সদস্য ছিলেন। জানা গেছে, মিটিংয়ে উপস্থিত ছিলেন গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খান, হাবিবুল বাশার সুমন, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফীস, মুমিনুল হক আর লিটন দাস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com