সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় উপকুলের মানুষ নানান প্রতিকুলতার মধ্যে সংগ্রাম করেই বেঁচে থাকে কাপাসিয়ায় ৫০ জন সহকারী শিক্ষকের যোগদান : ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইসলামী যুব মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে আর্থিক এবং সঞ্চয় ব্যবস্থাপনার প্রশিক্ষণ নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে শ্রীমঙ্গলে সনাক-টিআইবির মানববন্ধন ফটিকছড়িতে ইফতার মাহফিলে অধ্যক্ষ নুরুল আমিন আমরা ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে চাই মাদারীপুরে খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমীন একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য ঐক্যবদ্ধ প্রার্থী দেয়া হবে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা নওগাঁয় ২৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা

ড. ইউনূসকে নিয়ে লেখা বই ‘স্মল লোনস, বিগ ড্রিমস’

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

অমর একুশে বইমেলা

ক্ষুদ্রঋণের প্রসারে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের অসামান্য ভূমিকা নিয়ে লেখা বই ‘স্মল লোনস, বিগ ড্রিমস’ এবারের অমর একুশে বইমেলায় পাওয়া যাচ্ছে। বইটি লিখেছেন গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ্যালেক্স কাউন্টস। এতে এ্যালেক্স ড. ইউনূস ও গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে ক্ষুদ্রঋণের যে উদ্ভাবন ও বিকাশ ঘটেছে, তার ক্ল্যাসিক বিবরণ তুলে ধরেছেন। ক্ষুদ্রঋণ নিয়ে ছোট ব্যবসা শুরু করার মধ্য দিয়ে একজন প্রান্তিক নারী কীভাবে জীবন বদলে ফেলেছেন সেই চিত্র তুলে আনা হয়েছে এই বইয়ে।
এ্যালেক্স কাউন্টস ২০০৮ সালে বইটি লেখেন। তবে এবারই প্রথমবারের মত বইটির এশীয় সংস্করণ বের করা হয় এবং অমর একুশে বই মেলায়ও এটি প্রথমবারের মতো আনা হয়েছে। ইউপিএল প্রকাশনী বইটি বাজারে এনেছে। তাদের স্টলে বইটি পাওয়া যাচ্ছে।
ইউপিএল প্রকাশনীর পরিচালক মাহরুখ মহিউদ্দিন বাসসকে জানান, গ্রামীণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ্যালেক্স কাউন্টসের লেখা বই ‘স্মল লোনস, বিগ ড্রিমস’-এর এশীয় সংস্করণ প্রথমবারে মত বইমেলায় আনা হয়েছে।

এছাড়া অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের লেখা তিনটি বই, ড. ইউনূস সম্পাদিত একটি বই এবং এ্যালেক্স কাউন্টসের লেখা অন্য আরেকটি বই-‘মুহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক এন্ড দ্য গ্লোবাল মাইক্রো-ফাইন্যান্স রিভ্যুলেশন’ ইউপিএল-এর স্টলে পাওয়া যাচ্ছে। অবশ্য এসব বই ইউপিএল কয়েকবছর আগেই বইমেলায় নিয়ে এসেছে।
‘স্মল লোনস, বিগ ড্রিমস’-এর এশীয় সংস্করণে এ্যালেক্স কাউন্টস ক্ষুদ্রঋণের ইতিহাস তুলে ধরার পাশাপাশি দেখিয়েছেন কীভাবে অর্থনৈতিক মন্দা থেকে শুরু করে পরিবেশগত সংকটসহ বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রামীণ ব্যাংক তার কর্মপদ্ধতি পরিবর্তন করেছে। তিনি গ্রামীণ মডেল নিয়ে সমালোচকদের নানা প্রশ্নের জবাব দিয়েছেন এবং ইউনূসের অসাধারণ দৃষ্টিভঙ্গির দীর্ঘমেয়াদি প্রভাব ব্যাখ্যা করেছেন।
‘স্মল লোনস, বিগ ড্রিমস’ যার আভিধানিক বাংলা অর্থ ‘ক্ষুদ্র ঋণ, বড় স্বপ্ন’। এই বইয়ে লেখক আরও দেখিয়েছেন,ক্ষুদ্র ঋণ অর্থনৈতিক বৈষম্য কমাতে কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, কারণ এটি সুবিধাবঞ্চিত মানুষকে বৈশ্বিক অর্থনীতিতে সৃজনশীলভাবে অংশগ্রহণের সুযোগ করে দেয়।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সহায়তায় এ্যালেক্স কাউন্টস ১৯৯৭ সালে গ্রামীণ ফাউন্ডেশন প্রতিষ্ঠা এবং এর সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি ২০১৬-১৭ সালে আমেরিকান ইন্ডিয়া ফাউন্ডেশনের সভাপতি ও সিইও হিসেবে কাজ করেন। কর্নেল বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে, তিনি জন এফ. কেনেডি মেমোরিয়াল অ্যাওয়ার্ড লাভ করেন। গত কয়েকবছরের মত এবারও অধ্যাপক ইউনূস কিংবা গ্রামীণ ব্যাংক অথবা ক্ষুদ্রঋণের ওপর লেখা যে বইগুলো ইউপিএল স্টলে পাওয়া যাচ্ছে সেগুলো হলো:
১. অধ্যাপক মুহাম্মদ ইউনূসের লেখা-‘ব্যাংকার টু দ্য পুওর: দ্য অটোগ্রাফি অব মুহাম্মদ ইউনূস, ফাউন্ডার অব দ্য গ্রামীণ ব্যাংক’। ২. অধ্যাপক মুহাম্মদ ইউনূসের লেখা-‘এ ওয়ার্ল্ড অব থ্রি জিরোস: দ্য নিউ ইকোনমিক অব জিরো প্রভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট এন্ড জিরো নেট কার্বন এমিশন’। ৩. ড. মুহাম্মদ ইউনূসের লেখা- ‘ব্লিডিং সোশ্যাল বিজনেস: দ্য নিউ কাইন্ড অব ক্যাপিটালিজম দ্যাট সার্ভস হিউমিনেটিস মোস্ট প্রেসিং নিড’। ৪. এ্যালেক্স কাউন্টসের লেখা মুহাম্মদ ইউনূস, গ্রামীণ ব্যাংক এন্ড দ্য গ্লোবাল মাইক্রো-ফাইন্যান্স রিভ্যুলেশন। ৫. অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পাদিত ‘জরিমন এন্ড আদারস: ফেইসেস অব প্রভার্টি’।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com