রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০১:৪৭ পূর্বাহ্ন

সালাহউদ্দিন লাভলুকে হারিয়ে সভাপতি শহীদুজ্জামান সেলিম

বিনোদন:
  • আপডেট সময় রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫

টিভি নাটকের পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে সভাপতি পদে সালাহউদ্দিন লাভলুকে হারিয়ে বিজয়ী হয়েছেন শহীদুজ্জামান সেলিম। বিজয়ী প্রার্থী শহীদুজ্জামান সেলিম পেয়েছেন ২৭১ ভোট। আগামী দুই বছরের জন্য পরিচালকদের এই সংগঠনের দায়িত্ব পালন করবেন এই অভিনেতা ও নির্মাতা।
শহীদুজ্জামান সেলিম বলেন, ‘আমি অত্যন্ত খুশি। ভোটাররা সবগুলো পদে যোগ্য প্রার্থীকেই বেছে নিয়েছেন। ডিরেক্টরস গিল্ডের ইতিহাসে যত নির্বাচন হয়েছে, তার মধ্যে সবচেয়ে সৌহার্দ্যপূর্ণ একটি নির্বাচন হলো এবার। যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের সঙ্গে নিয়ে আমরা ডিরেক্টরস গিল্ডের পরবর্তী কার্যক্রম চালিয়ে যাব।’
গত ২২ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে আটটার পর ভোটের ফলাফল ঘোষণা করে নির্বাচন কমিশন। ২০২৫-২৭ মেয়াদের এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন অভিনেতা নরেশ ভূঁইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন চলচ্চিত্র নির্মাতা আবদুস সামাদ ও চিত্রনাট্যকার মাসুম রেজা। নির্বাচনে সাধারণ সম্পাদক হয়েছেন ফরিদুল হাসান। তিনি পেয়েছেন ২২২ ভোট। সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রাশেদা আক্তার লাজুক, ফিরোজ খান ও সকাল আহমেদ। লাজুক পেয়েছেন ২৮৯ ভোট, ফিরোজ ও সকাল আহমেদ পেয়েছেন যথাক্রমে ২৭৪ ও ২১৩ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দুজন, তুহিন হোসেন ও দীন মোহাম্মদ। তারা যথাক্রমে ভোট পেয়েছেন ২৫৬ ও ২৪০টি।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে ২২৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন মনিরুজ্জামান লিপন। অর্থ সম্পাদক হিসেবে জয়ী আবু রায়হান পেয়েছেন ২৫৩ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে জয়ী হয়েছেন নাজমুল। তিনি পেয়েছেন ২৫৩ ভোট। প্রশিক্ষণ ও আর্কাইভ–বিষয়ক সম্পাদক পদে জয়ী গাজী আপেল মাহমুদ পেয়েছেন ২৬৮ ভোট। তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে ২২৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন সঞ্জয় বড়ুয়া। আইন ও কল্যাণবিষয়ক পদে জয়ী হয়েছেন প্রীতি দত্ত। তিনি পেয়েছেন ২২১ ভোট। দপ্তর সম্পাদক পদে জয়ী ২৯৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাঈদ রহমান। ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে সাতজনের মধ্যে সর্বাধিক ভোট পেয়েছেন সাগর জাহান। তিনি পেয়েছেন ২৮৪ ভোট। সাগর জাহানের পরেই চয়নিকা চৌধুরী ২৬৯ পেয়ে দুই নম্বরে রয়েছেন। জয়ী বাকি পাঁচজনের মধ্যে রয়েছেন মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ (২৬৪ ভোট), গীতালি হাসান (২৩৯ ভোট), লিটু করিম (২২৮ ভোট), শিহাব শাহীন (২২৮ ভোট) ও হাসান রেজাউল (২২৩ ভোট)।
এবারের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে, জানালেন নির্বাচন কমিশনার মাসুম রেজা। এত ভোটার আগে কখনই ভোট দেননি। ৮৯ ভাগ ভোটার উপস্থিতিই বলে দিচ্ছিল, বেশ আনন্দে ভোট দিয়েছেন সবাই। পরে আমরা নির্বাচনের ফলাফল ঘোষণা করেছি। সেখানেও সবাই আমাদের সহায়তা করেছেন। এই ফলাফল সবাই মেনে নিয়েছেন। নির্বাচন নিয়ে কারও কোনো অভিযোগ নেই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com