বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫৪ পূর্বাহ্ন

মক্কা ও মদিনায় ইতিকাফ করতে লাগবে নিবন্ধন

ইসলাম ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে ইতিকাফ করার জন্য নিবন্ধন করতে হবে। স্থানীয় সময় আজ বুধবার (৪ মার্চ) বেলা ১১টা থেকে মসজিদের অফিসিয়াল ওয়েবসাইটে নিবন্ধন কার্যক্রম শুরু হবে। পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী জেনারেল অথরিটি বিভাগ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত আসন পূর্ণ হওয়ার পর পরই নিবন্ধন কার্যক্রম শেষ হবে।
শর্ত পূরণ সাপেক্ষে ইতিকাফের নিবন্ধন করা যাবে। পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে শুধুমাত্র নিবন্ধিত ব্যক্তিরাই ইতিকাফ করার সুযোগ পাবেন। ইতিকাফ পবিত্র রমজান মাসের গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এ মাসের শেষ ১০ দিন তা পালন করা হয়। এ সময় মসজিদে অবস্থান করে ইবাদতে মগ্ন থাকাই ইতিকাফের প্রধান কাজ।
সূত্র : সৌদি গেজেট




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com