বাংলাদেশআওয়ামী লীগ জামালপুর জেলা শাখার শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক বিশিষ্ট্য ব্যবসায়ী আবুল কালাম আদাজ এর রোগমুক্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা শহরের বকুলতলাস্থ্য জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে জেলা আওয়ামী লীগ। জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জামালপুর সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন সিআইপি। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, ইঞ্জিনিয়ার কামারুজ্জামান, জিএসএম মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, সাংগঠনিক সম্পাদক আবম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমীন চান, আলহাজ্ব ছানোয়ার হোসেন ছানু, দপ্তর সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য সারোয়ার হোসেন শান্ত, অধ্যাপক জাকির হোসেন রুকু, শাহরিয়ার উজ্জল, কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরু, জাতীয় শ্রমিক লীগ জামালপুর জেলা সাখার সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল শিচতী, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা, সহ-সভাপতি ডাঃ সাঈদা আক্তার, পৌর মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, জেলা যুব মহিলা লীগের সভাপতি নাজনিন আক্তার রুমি, পৌর যুব মহিলা লীগের সভাপতি সায়মা হামজা সিমি, পৌর ছাত্রলীগের আহবায়ক জুয়েল মিয়াসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে জাতীয় শ্রমিকলীগের সভাপতি ফজলুল হক মন্টুর মৃত্যুতে তার আত্মার মগফেরাত কামনা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হবি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ (মেডিসিন) ও জেলা যুব মহিলা লীগের সভাপতি ফারহানা সুমার রোগমুক্তি কামনায়, আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে দেশ ও জাতীর কল্যাণ কামনায় দোয়া করা হয়।