রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম ::
আমার কথা বলে চাঁদা-সুবিধা আদায়ের চেষ্টা করলে পুলিশে দিন : আসিফ নজরুল তিস্তার পানি দ্রুত বাড়ছে আজ আদালতে আত্মসমর্পণ করবেন মাহমুদুর রহমান ঢাকার খাল দিয়ে ব্লু নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে সরকার : পানিসম্পদ উপদেষ্টা শিক্ষাব্যবস্থায় হিন্দুত্ববাদ ও নাস্তিক্যবাদ বরদাস্ত করা হবে না : মামুনুল হক নৌকা থাকায় নৌপরিবহন মন্ত্রণালয়ের নাম পরিবর্তন হতে পারে : উপদেষ্টা আদর্শিক ভিন্নতা থাকলেও সবাই একসঙ্গে জাতি গঠনে কাজ করবে: মঞ্জুরুল ইসলাম জাতিসংঘে ভাষণে যুক্তরাষ্ট্রের কড়া সমালোচনা মাহমুদ আব্বাসের মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে ভাষাসৈনিক অধ্যাপক আব্দুল গফুরের দাফন ছাত্র-জনতার অদম্য সংকল্প ও প্রত্যয় স্বৈরাচার থেকে আমাদের মুক্তি দিয়েছে

দেওয়ানগঞ্জে দিঘলকান্দি এক অসহায় দিনমজুর পরিবারকে উচ্ছেদের পাঁয়তারা

রুহুল আমিন রাজু দেওয়ানগঞ্জ :
  • আপডেট সময় শনিবার, ২১ নভেম্বর, ২০২০

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খড়মা দিঘলকান্দি গ্রামের মৃত মিনহাজ শেখের অসহায় দিন মজুর প্রতিবন্দি পরিবারের শেষ আশ্রয় স্থল বসতভিটা উচ্ছেদের পায়তারা করে আসছেন একই গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে প্রভাবশালী বজলুর রহমান ওরফে বানারু শেখ। অসহায় প্রতিবন্ধি ভুক্তভোগি পরিবারের অভিযোগ,খড়মা দিঘলকান্দি গ্রামের বাসিন্দা মৃত জয়েন উদ্দিনের ছেলে মিনহাজ শেখ ২০০২ইং সালের আগে স্ত্রী জহুরা, ছেলে জসিম, ওয়াসিম, মেয়ে মিনারা, দিনারা আমেনা ও শারিরীক প্রতিবন্ধি মেয়ে মিনাকে নাবালক রেখে একটি মামলায় যাবত জীবন সাজাপ্রাপ্ত আসামী হয়ে ঢাকা কেন্দ্রিয় কারাগারে কারা ভোগ করেন। পরবর্তি তার স্ত্রী অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে বাড়ি ছেড়ে চলে গেলে নাবালক সন্তানরা খেতে না পেয়ে বিভিন্ন স্থানে বাড়ির ঝি এর কাজ করে জীবন ধারণ করে আসছিলেন। দীর্ঘ দিন মিনহাজের স্ত্রী সন্তান খোঁজ খবর না পেয়ে অবশেষে মিনহাজ কেন্দ্রীয় কারাগারে থাকাবস্থায় ইসলামপুর উপজেলার টংগের আলগা গ্রামের বাসিন্দা মৃত শাহা শেখের ছেলে রাজা শেখের সাথে সাক্ষাত হয়। পরে তিনি রাজা শেখের মাধ্যমে স্ত্রী সন্তানের যোগাযোগ করতে জানিয়ে একটি চিঠি পাঠান। চিঠিটি রাজা শেখ নিয়ে বাড়িতে স্ত্রী-সন্তানকে না পেয়ে অবশেষে মিনহাজের ভাই আব্দুর রশিদের ছেলে বজলুর রহমান ওরফে বানারু শেখ মিনহাজের সন্তানদের কাছে চিঠি হস্তান্তর করবে বলে চিঠিটি নিয়ে নেয়। কিন্ত বজলু চিঠি পৌছে না দিয়ে চাচা মিনহাজের সাথে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেন। ওই সময় মিনহাজ দীর্ঘদিন কারাগারে থাকাবস্থায় জমানো ৯৩হাজার টাকা তার সন্তানদের দেওয়ার জন্য ভাতিজা বজলুর রহমানের কাছে পাঠিয়ে দেন। পরে বজলু বাড়ি এসে তার সন্তানদের টাকা না দিয়ে নিজেই আত্মসাত করেন। পরবর্তি ২০০৩ইং সালের শেষার্ধে মিনহাজ যাবত জীবন কারাভোগ শেষে বাড়ি ফিরে এসে জানতে পারেন তার দেওয়া ৯৩ হাজার টাকা ভাতিজা বজলু রহমান তার সন্তানদের না দিয়ে নিজেই আত্মসাত করেছেন।পরে তিনি উপায়হীন হয়ে ২০০৪ইং সালের ১৭ আগষ্ট তৎকালিন দেওয়ানগঞ্জ ইউনিয়ন পরিষদে গ্রাম্য আদালতে ৯৩হাজার টাকা আদায়ের জন্য একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে তৎকালিন ইউপির চেয়ারম্যান ছাইদুর রহমান তিনি বাদি বিবাদী উভয় পক্ষে জবানবন্দি গ্রহন করে অবশেষে বজলুর রহমানের ৯৩হাজার টাকা নিজেই আত্মসাদের বিষয়টি যথাযথ ভাবে প্রমাণিত হলে টাকা ফেরত দিতে নির্দ্দেশ দেন গ্রাম্য আদালত। পরে বজলুর রহমান নগদ টাকা দিতে না পারায় বাধ্য হয়ে গত ১৪/০২/২০০৫ইং তারিখে গ্রাম্য আদালতের মাধ্যমে খড়মা দিঘলকান্দি মৌজার বিআরএস খতিয়ান নং ৫৩৬ দাগ নং ২০৮০ বজলুর রহমানের নিজ নামিও জমি থেকে ০.৭ শতাংশ জমি চৌহদী করে গ্রাম্য আদালতের মাধ্যমে মিনহাজকে বুঝিয়ে দিয়ে আপোষ নিস্পত্তি করেন। উল্লেখ যে এতদা সংক্রান্ত বিষয়ে ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতের রায় অর্ডার সিটে লিখিত রয়েছে। পরবর্তি মিনহাজ ৭ শতাংশ জমিতে কোন মতে বসতি স্থাপন করে তার সন্তানদের খোঁজে এনে বসবাস করে আসছিলেন। কিন্ত অর্থের অভাবে জমি টুকু রেজিষ্টি করার পূর্বেই হঠাৎ তিনি মারা যান। বর্তমানে মৃত মিনহাজের অবিবাহিত প্রতিবন্দি মেয়ে মিনা বেগমকে নিয়ে অসহায় দিন মজুর ২ ছেলে জসিম ও ওয়াসিম বসবাস করে আসছেন। এদিকে মিনহাজের মৃত্যুর পর থেকে প্রভাবশালী বজলুর রহমান ওই ৭ শতাংশ জমি দলিল করে না দিয়ে অসহায় পরিবারটি উচ্ছেদ করার জন্য মাঝে মধ্যে সাংঘ পাঙ্গ নিয়ে বসত ভিটায় হামলা চালিয়ে ভাংচোর করেন। কেউ বাধা দিতে গেলে তাদের উপর শাররীক নির্যাতন মারধর করে প্রাণ নাসের হুমকি দিয়ে আসছেন। শুধু তাই নয়,বরং দিন মজুর অসহায় প্রতিবন্দি পরিবারটি ভুমিহীন করে উচ্ছেদ করতে উল্টো বজলুর রহমান বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় গত ১৫/১০/২০২০ইং তারিখে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ নং ৬৯৬৩ তারিখঃ-১৫/১০/২০২০ইং। এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত জামালপুর। পি মোকদ্দমা নং ২৬১/২০২০ ধারা ১৪৪ ফৌঃ কাঃ বিঃ স্মারক নং ৬২৩/২০২০ তারিখ ১২/১১/২০২০ইং দায়ের করে উচ্ছেদের পায়তারা করে আসছেন। এ ব্যাপারে এলাকার প্রতিবেশী আবু বক্কর, লাল মিয়া, মতিজল, ঝলমলি বেগম, ফারুক হোসেন, জহুরা বেগম, মকবুল হোসেন ও বিপ্লব জানান, এই বাড়ি ভিটার জমি তৎকালিন ইউপির চেয়ারম্যান ছাইদুর রহমান গ্রাম্য আদালতে বিচার করে মৃত মিনহাজের ৯৩হাজার পাওনা টাকার পরিবর্তে ৭শতাংশ জমি বজলুর কাছ থেকে নিয়ে দিয়ে ছিল। কিন্ত হঠাৎ মিনহাজের মৃত্যুর পর থেকে বজলু তার সন্তান দের উচ্ছেদ করতে বাড়িতে হামলা চালিয়ে ভাংচোর করে,কেউ বাধা দিতে গেলে মারধর করে। প্রতিবেশীরা প্রতিবাদ করতে গেলে তাদের নামে মামলা দিয়ে নানা ধরনের হয়রানী করে আসছেন বলে জানান। এবিষয়ে দেওয়ানগঞ্জ ইউপির চেয়ারম্যান সামিউল হকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি আমি শুনেছি। একই ইউপির সদস্য আশরাফুল আলম জানান, ২০০৫ সালে গ্রাম্য আদালতের বিচারে ৭শতাংশ জমি লিখিত রায় দিয়ে বুঝিয়ে দিয়ে ছিলেন। কিন্ত জমিটুকু রেজিষ্ট্রি দলিল করে না নেওয়ার কারণে এই ঝামেলার সৃষ্টি হয়েছে। এ নিয়ে একাধীকবার শালিশ দরবার করা হয়েছে। কিন্তু কিছু দিন পর পর আবারও একই অবস্থা দেখা দেয় বলে তিনি উল্লেখ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com