শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩:৫৩ পূর্বাহ্ন

 করোনা রোগীদের জন্য ফ্রি এম্বুলেন্স সার্ভিস চালু

বরিশাল প্রতিনিধি:
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২০

বরিশালে কোভিড(-১৯),প্রাণঘাতী ভাইরাস করোনার আক্রান্ত বা উপসর্গ জরুরী রোগীদের শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে বহণ করার জন্য বরিশাল জেলা বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদের) পক্ষ থেকেত বরিশাল নগরীতে জরুরী ৫টি অটো রিক্সা পরিবহনের মাধ্যমে ফ্রি এম্বুলেন্স সার্ভিস চালু করেছে।

আজ বৃহস্পতিবার (৯ই) এপ্রিল বেলা ১২ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডস্থ অশিশ্বী কুমার টাউন হল চত্বর থেকে এ নির্ভয়,আস্থা,সোহার্দ্য,অরোগ্য ও মুক্তি নামের ৫টি আটো গাড়ীর মাদ্যমে জরুরী রোগূ পরিবনের মাধ্যমে ফ্রি এম্বুলেন্স সার্ভিস কার্যকম চালু করা হয়েছে।

এখানে আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা বাসদের আহবায়ক ইমরান হাবীব রুমন, সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী সহ স্বেচ্ছাসেবক সদস্য চালকরা।

এসময় সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী বলেন বরিশালে আমরা প্রথম করোনা শুরু থেকেই বিভিন্ন প্রচার-প্রচারনা করা থেকে নগরীতে সাধারন মানুষের মাঝে প্রচার করে যাচ্ছি।

তাছাড়া এখানে আমাদের পক্ষ থেকে প্রদিনই মাক্স, হ্যান্ডওয়াস ও খাদ্য সামগ্রী বিতরন করে যাচ্ছি। আমাদের এধরনের কর্মসূচি ছিল সামনে এধারা অব্যাহত থাকবে।

ই-খ/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com