জামালপুরের শহরের বজ্রাপুরে গ্রামে জমি সংক্রান্ত বিরোধ কে কেন্দ্র করে প্রতিপক্ষের নিজ নামের রেকর্ডিয় জমি বেদখলের চেষ্টা চলছে এমন অভিযোগ উঠেছে। অভিযোগকারী একই গ্রামের বাসিন্দা পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান মরহুম কমর উদ্দিন এর ছেলে মোঃ আমিনুল ইসলাম বাচচু তিনি অভিযোগে জামালপুর জেলা সদর উপজেলার পৌরসভার মুকন্দবাড়ী মৌজার, খতিয়ান নং ৪২, আরওআর দাগ নং ৩৮, বি,আর,এস দাগ নং ৭৪ জমির পরিমাণ, ২০.৩১ এর কাতে ০৫ শতাংশ জমি পৈতিক সূএে রেকর্ডিয় মালিক হয়ে দীর্ঘ দিন যাবৎ বাউন্ডারি ওয়াল ও মাটি ভরাট করিয়া ভোগদখল করিয়া আসিতেছি। বর্তমানে প্রতিপক্ষ একইএলাকার প্রভাবশালী ভূৃমিদস্যু মৃত মফিজুল ইসলামের ছেলে মোঃশহিদুল ইসলাম পাপ্পু, সাইফ আহামেদ কিশোর সহ আরো৮/১০ জন অজ্ঞাত গংরা আমার উক্ত দখলীয় ভূমি বেদখলের চেষ্টাসহ খুন,জখম,ওপ্রাণ নাশের হুমকি ধুমকি দিয়ে আসছে বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় আছি। যে কোন সময় আমার এই নালিশী ভূমিকে কেন্দ্র করে বড় ধরণের সংঘর্ষের আশংকা করেছি। যে কোন মূহুরতে আমাকে ও আমার পরিরারের উপরপ্রতিপক্ষরা হামলা করতে পারে। আমিনুল ইসলাম আরো জানান আমি ব্যবসায়ী কারণে বেশীরভাগ সময় ঢাকায় থাকতে হয়। মাঝে মধ্যে বাড়িতে আসি এই সুযোগে প্রতিপক্ষরা আমার নিজ নামের রেকর্ডিয় দখলীয় জমি জোর করে সন্ত্রাসী কায়দায় বেদখল দেওয়ার চেষ্টায় লিপ্ত আছে। সরেজমিন যুরে দেখা গেছে অভিযোগকারীআমিনুল ইসলাম তার সত্ব দখলীয় জমিটি অবস্তিত জামালপুর শহরের বজ্রাপুর গ্রামে গত ২০/০৯/২০২০ ইং তারিখে বেলা আনুমানিক প্রায় ২টার দিকে বাদী আমিনুল ইসলাম তার পরিরারের লোকজন নিয়ে তার ০৫ শতাংশ জমি দীর্ঘ দিনের দখলীয় জমিতে ঘর উঠাইতে গেলে একই গ্রামের বাসিন্দা প্রতিপক্ষ সন্ত্রাসী, ভূৃমিদস্যু, শহিদুল ইসলাম পাপ্পু তার ভাই সাইফ আহামেদ কিশোরসহ অজ্ঞাতনামা আরো ৮/১০ জন গংরা জোরপূর্বক বাধা দেয় এ সময় আমি প্রতিবাদ করতে গেলে তারা আমাকে মারার জন্য বিবাদীরা দেশীয় অস্ত্র দা,লাঠি, শাবল,ফালা, ইত্যাদি নিয়ে তার ঘর উওোলন বন্ধ করে দেয় এবং আমাকে মারতে আসেলে আমার ডাকচীৎকারে কতিপয় এলাকাবাসী ও সাক্ষীরা এগিয়ে এলে প্রতিপক্ষরা আমাকে অস্ত্র দেখিয়ে ভয়,ভীতি ও হুমকি, ধুমকী দিয়ে চলে যায়। জমি দখলের পায়তারা বা চেষ্টা করে ব্যর্থ হয়। এ ব্যাপারে অভিযুক্তদের বিরুদ্ধে মোঃ আমিনুল ইসলাম বাদী হয়ে জামালপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বর্তমানে আবারো জমি বেদখলের চেষ্টার পায়তারা চেষ্টা করছেন ঔ ভূৃমিদস্যু চক্র।