সোমবার, ২০ মে ২০২৪, ০৮:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
সদরপুরে বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন সোনালী আঁশ উপজেলা পরিষদ নির্বাচনে হাজী দিদার পাশার পক্ষে আলোচনা সভা পঞ্চগড়ের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশুতোষ বর্মণের বদলীর দাবীতে মানববন্ধন নগরকান্দায় ভূত আতংকে অসুস্থ হয়েছে শিক্ষার্থীরা ডিমলায় ১০০ পরিবারের মাঝে ঢেউটিন ও অর্থ বিতরণ ভয় পাবার কোন কারণ নাই, আমাদের একজন শেখ হাসিনা আছেন টুঙ্গিপাড়া জাতির পিতার সমাধিতে যুব লীগের চেয়ারম্যানের শ্রদ্ধা নিবেদন টিয়া পাখির মতো আপনাদের কাছে প্রিয় হয়ে থাকতে চাই-সাংবাদিক বাবু পলাশবাড়ী উপজেলা দলিল লেখক সমিতির ত্রি বার্ষিক নির্বাচন কুয়াকাটায় মধ্যরাত থেকে শুরু মাছ ধরার উপর ৬৫ দিনের নিষেধাজ্ঞা

শেরপুর পৌরসভা জাদুঘর উদ্বোধন করলেন হুইপ আতিক

জাহিদুল খান সৌরভ শেরপুর :
  • আপডেট সময় বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

শেরপুরের ঐতিহ্যবাহী পৌর চারু ভবনে “পৌরসভা জাদুঘর” এর উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। অনুষ্ঠান শুরুতে প্রধানঅতিথিসহ অন্যান্য অতিথিদের পৌরসভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা, জাতীয় সংগীত ও নৃত্য পরিবেশনের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করা হয়। এ উপলক্ষে ২৫ নভেম্বর বুধবার সকাল ১০টায় পুরাতন পৌরসভার চারু ভবন সম্মুখে পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটনের সভাপতিত্বে ও সপ্তাহিক কালের ডাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও রোটারিয়ান মলয় মহন বল এর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ স ম নুরুল ইসলাম হীরু, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র-১ মোঃ আতিউর রহমান মিতুল, শেরপুর প্রেসক্লাব সভাপতি মোঃ শরিফুর রহমান, শহর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কাশেম জিপি ও সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, হুইপ কন্যা ডাঃ শারমিন রহমান অমি ও সাদিয়া রহমান অপি। আলোচনা সভা শেষে পৌরসভা জাদুঘরের ফিতা কেটে উদ্বোধন করেন প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। পরে শেরপুর পৌরসভার চারু ভবনে নব-প্রতিষ্ঠিত জাদুঘর পরিদর্শন করেন। পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে শেরপুর মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাবেয়া ফেরদৌসী, মডেল গার্লস স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তপন সারোয়ার, শেরপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, শেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল, সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান, সমাজসেবী রাজিয়া সামাদ ডালিয়া, পৌর সচিব আবু লায়েছ বজলুর করিম, প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুল কাদের, সুশীল সমাজের নেতৃবৃন্দ, আওয়ামীলীগ ও ছাত্রলীগসহ শেরপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com