করোনা ভাইরাস রোধকল্পে জেলা প্রশাসনের নির্দেশে দৌলতপুর উপজেলা প্রশাসন দৌলতপুর উপজেলায় প্রবেশের তিনটি সড়কে বেরিকেড দিয়ে বাইরের কোন যানবাহন এবং কোন মানুষকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন।
উপজেলার কুষ্টিয়া-প্রাগপুর সড়কের ভেড়ামারা অংশে, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের খলিশাকুন্ডি ব্রিজ এবং দৌলতপুর মেহেরপুর সড়কের কাজীপুর ব্রিজ বাঁশ দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে। ফলে দৌলতপুর উপজেলায় প্রবেশের প্রধান সড়ক ভেড়ামারা ও মেহেরপুর এলাকা থেকে খাদ্যপণ্য, ঔষধবাহী, ও জরুরী সেবা প্রদানকারী সংস্থার গাড়ি ছাড়া কোন যানবাহন প্রবেশ করতে পারবে না।
এ ব্যাপারে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার জানান, পার্শ্ববতী জেলা উপজেলা থেকে আগত কোন ব্যাক্তির মাধ্যমে যাতে করোনা বিস্তার না ঘটে সে লক্ষ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বেরিকেড স্থলে আইন শৃংখণা বাহিনীর সদস্যরা বিষয়টি নিশ্চিত করছে বলে তিনি জানিয়েছেন।
এমআইপি/প্রিন্স/খবরপত্র