করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এবং নানা উদ্যোগ নিয়েছে বগুড়া শহর শাখা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নুর মোহাম্মাদ সাদ্দাম। জনসাধারনের হাত পরিস্কার রাখার জন্য সাবান পানিসহ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বেসিন স্থাপন করা হয়েছে।
আর এর ধারাবাহিকতায় শুক্রবার নুর মোহাম্মাদ সাদ্দামের ব্যক্তিগত উদ্যোগে ৪নং ওয়ার্ডের শহরের চকসূত্রাপুর বটতলা ঈদ গা মাঠ চত্ত্বরে নির্ধারিত দূরুত্ব বজায় রেখে মাস্ক ও সাবান বিতরণ করেন। এরপর অত্র ওয়ার্ডের ২শত ৫০জন জনসাধারনের বাড়ি বাড়ি গিয়ে তিনি মাস্ক ও সাবান বিতরণ করেন। বিতরণকালে তিনি জনসাধারনকে পরিস্কার-পরিচ্ছন্ন ও মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন এবং বাড়িতে থাকার আহবান জানান। এ সময় উপস্থিত ছিলেন কাবিরুল ইসলাম মুন্না, শাহিন হোসেন, সোহানুল হক সোহান, তৌহিদুল ইসলাম পাপ্পু, সাজ্জাদ শেখ প্রমূখ। মাস্ক ও সাবান বিতরনের পূর্বে ৪নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিস্কার ও পরিচ্ছন্ন রাখতে জীবানুণাশক ঔষুধ মেশিন দিয়ে স্প্রে করা হয়েছে।
এমআইপি/প্রিন্স/খবরপত্র