করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও একটু একটু করে এগিয়ে চলছে পদ্মা সেতুর নির্মাণ কাজ। ইতোমধ্যে পদ্মা সেতুর ২০ ও ২১ নম্বর পিলারের উপর ২৮তম স্প্যান বসানো হয়েছে। এতে পদ্মা সেতু এখন ৪.২০ কিলোমিটারের মতো দৃশ্যমান হলো।
এদিকে, ৪১টি স্প্যানের মধ্যে ২৮তম স্প্যান বসানো শেষ হলো। এখন আরও ১৩টি স্প্যান বসানো বাকি আছে। এপ্রিল মাসের শেষের দিকে ২৯তম স্প্যান বসানো হতে পারে।
শনিবার (১১ এপ্রিল ) সকালে স্প্যান বসানোর বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু প্রকল্পের উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির। তিনি জানান, শনিবার সকাল ৯টার সময় ২৮তম স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে।
এদিকে প্রকল্প সূত্রে জানা গেছে, পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। সবগুলো পিলারের নির্মাণ কাজ শেষ হয়েছে। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। এই দূরত্বের লম্বা ইস্পাতের কাঠামো বা স্প্যান জোড়া দিয়েই সেতু নির্মিত হচ্ছে। ৪২টি পিলারের উপর ৪১টি স্প্যান বসানো হবে। স্প্যানের অংশগুলো চীন থেকে তৈরি করে বাংলাদেশে আনা হয়। এছাড়া পুরো সেতুতে ২ হাজার ৯১৭টি রোডওয়ে স্ল্যাব বসানো হবে। আর ২ হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাব বসানো হবে।
এমআইপি/প্রিন্স/খবরপত্র