বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০১:১২ পূর্বাহ্ন

শেবামেক’র পিসিআর ল্যাবে সেচ্ছাসেবক হয়ে কাজ করতে চায় ৪ টেকনোলজিস্ট

শামীম আহমেদ, বরিশাল
  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২০

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবামেক) এর আরটি-পিসিআর ল্যাবে সেচ্ছাসেবক হিসেবে কাজ করার অনুমতি চেয়েছে ৪ মেডিকেল টেকনোলজিস্ট।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ওই ৪ টেকনোলজিষ্টদের লেখা আবেদনের প্রেক্ষিতে বিষয়টি শুক্রবার (১০ এপ্রিল) নিশ্চিত হওয়া গেছে।

বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সিরাজুল হক, মাহামুদ হাসান নবীন, মিথিলা ফারজানা ও রজনী আক্তারের পাঠানো পৃথক ওই আবেদনে তারা উল্লেখ করেন, তারা বরিশাল বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সদস্য।

যারা প্রত্যেকে জাতির এই দুর্যোগময় মুহুর্তে প্রত্যেকে বঙ্গবন্ধুর আদর্শে দেশের কাজে নিজেদের নিয়োগ করতে চান। তাই শের ই বাংলা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান।

এ বিষয়ে মোবাইল ফোনে জানতে চাওয়া হলে ওই চার টেকনোলজিষ্ট জানান, তারা বরিশালের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। তাই নিজেরা সেচ্ছায় সেচ্ছাসেবক হিসেবে বরিশাল মেডিকেলের পিসিআর ল্যাবে সেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান। এরইমধ্যে তারা শের ই বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালক বরাবর দরখাস্ত দিয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ অন্যান্যদের দরখাস্ত প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com