শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০১:৫৫ পূর্বাহ্ন

২৫ টন চালসহ ইউনিয়ন আ’লীগের সভাপতি গ্রেফতার

মোসলেম উদ্দিন, হিলি (দিনাজপুর)
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০

বিভিন্ন প্রকল্পের অধীনে বরাদ্দকৃত সরকারী ২৫ টন চালসহ জযপুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আল ইসরাইল জুয়েল (৪৯) কে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র‌্যাব-৫।

র‌্যাব-৫ জানান, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর অবস্থা অত্যন্ত মারাত্মক আকার ধারণ করেছে। মহামারীর বিরূপ প্রভাব যাতে বাংলাদেশের জনসাধারণের উপর না পড়ে সেই লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সরকারি খাদ্যশস্যের সুষ্ঠু বিতরণ নিশ্চিতকল্পে অত্যন্ত কঠোর নজরদারী বজায় রাখার জন্য আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা প্রদান করেছেন। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ, পিপিএম-সেবা এর নেতৃত্বে শনিবার রাতে উপজেলার গোপীনাথপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চালিয়ে সভাপতির নিজেস্ব গুদামে সরকারী বরাদ্দকৃত ২৫৪৪০ কজি(২৫৪০টন) চালসহ তাকে গ্রেপ্তার করে।

র‌্যাব-৫ আরও বলেন, প্রাথমিকভাবে জানা যায় যে, বিভিন্ন সরকারী উন্নয়ন প্রকল্পের অধীনে বরাদ্দকৃত এই বিপুল পরিমাণ চাল উক্ত আসামী বিভিন্ন অবৈধ উপায়ে সংগ্রহ করে নিজ গুদামে মজুদ করে রাখে।

আটককৃত আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি আল ইসরাইলের বিরুদ্ধে সরকারী বরাদ্দকৃত চাল অবৈধ ভাবে মজুদে মামলা দায়ের করে তাকে আক্কেলপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com