শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:৩৭ পূর্বাহ্ন

ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

হাবিবুর রহমান নাসির, ছাতক (সুনামগঞ্জ)
  • আপডেট সময় রবিবার, ১২ এপ্রিল, ২০২০

ছাতকে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত ২৫জনকে ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হামপাতালে। গতকাল রোববার সকালে শহরের বাশখালা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাশখালা এলাকার মৃত ইসকন্দর আলীর পুত্র আজিমুল ইসলাম ও একই গ্রামের মফিজ আলীর পুত্র সুন্দর আলী পক্ষদ্বয়ের মধ্যে দীর্ঘদিন ধরে ভুমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রোববার সকালে মহল্লার রাস্তায় পূর্ব বিরোধকে করে আজিমুল ইসলাম ও সুন্দর আলীর মধ্যে কথা কাটা-কাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে সংঘর্ষ নিয়ন্ত্রন করতে ১০রাউন্ড টিআরসেল নিক্ষেপ করে। পরে পুলিশ, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ধন মিয়াসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গের চেষ্টায় সংঘর্ষ নিয়ন্ত্রনে আনা হয়। প্রায় দেড়ঘন্টা ব্যাপী সংঘর্ষে নারী-শিশুসহ উভয় পক্ষের ৬৫ ব্যক্তি আহত হয়। গুরুতর আহত আজিমুল ইসলাম(৬৫), ইসলাম উদ্দিন(৩৫), মোহাম্মদ আলী(২৩), জামিল আহমদ(১৫), রাসেল আহমদ(২০), আঙ্গুর মিয়া(৩৫), মান্না(১৮), তারেক(২২), আল-আমিন(২৫), নজির আলী(৬৭), গুলজার আহমদ(৫০), সেলিম(৩৫), সৈয়দ মিয়া(৩৫), সজিব(১৪), ইউনূস আলী(২৮), রহিম আলী(৫০), মইনুল হোসেন(১৮), আবেদ আহমদ(২৪), জাহিদ হাসান(২২), রেদজওয়ান(১৪), আনোয়ার হোসেন(২৯), আল-আমিন(১৯), আমির আলী(২৩), তানু মিয়া(৩৩), ইয়াসমিন বেগম(২৩)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মাছুম(১১), কমর আলী(৬০), জুবায়ের(৩২), মাসুদ মিয়া(৪৫), রাজু(৩৫), আব্দুল গফফার(১৬), সামছুল হক(২৪), বাবুল আহমদ(১৫), লোকমান(২১), আমিনুল(১৯), তানভির(১৩), রাজিব(১৫), ফিরোজ আহমদ(৬১), খালেদ হোসেন(৩০), জাহিদ হোসেন(১৮), সুহেল আহমদ(২৭), সাবুল মিয়া(৩৪), সুন্দর আল(৩৪), ফরিদ মিয়া(৩৬)জুবায়ের আহম(২৪), বাবুল আহমদ(১৫), সুফি(২০), তারেক(১৫), সুয়েব(১৮), শাকিল(১৯), জালাল মিয়া(৫০), আজির আলী(৪০), নজরুল ইসলাম(১৭), খালেদ(২৫), তাহের(১৯), দিলবর আলী(৩০), খালেদ আহম(৩০)সহ অন্যান্য আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, সংঘর্ষ নিয়ন্ত্রন করতে পুলিশ ১০ রাউন্ড টিআরসেল নিক্ষেপ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com