চতুর্থ ধাপে নেত্রকোনা পৌরসভায় মেয়র পদে ৩ জন সংরক্ষিত পদে ১২জন ও কাউন্সিলর পদে ৫১ জন প্রার্থী রবিবার নেত্রকোনা জেলা নির্বাচন অফিসে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পত্র দাখিল করেন বর্তমান পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ নজরুল ইসলাম খান। বিএনপি থেকে মনোনয়ন পত্র দাখিল করেন আবদুল্লাহ আল মামুন খান রনি, স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে মুহাম্মদ আলী মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি আলহাজ¦ মতিয়র রহমান খান, সিনিয়র সহসভাপতি মোঃ আমিরুল ইসলাম খান, সহ-সভাপতি অধ্যাপক গোলাম রসুল তালুক দার, যুগ্ম সাধারন সম্পাদক নুর খান মিটু, যুগ্ম সম্পাদক প্রশান্ত কুমার রায় ,সাংগঠনিক সম্পাদক ইফতেখার উদ্দিন মাসুদ,সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম খান, মহিলা বিষয়ক সম্পাদক অর্পিতা খানম সুমি, কৃষি বিষয়ক সম্পাদক এডভোকেট দিপক ধর গুপ্ত , শ্রম বিষয়ক সম্পাদক গাজী মোজাম্মেল হোসেন টুকু জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার, জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক জাম্উিল ইসলাম খান জামি, যুগ্ম আহ্বায়ক দেওয়ান রনি,জেলা যুব মহিলা লীগের সভাপতি অনিতা নন্দি ও সাধারণ সম্পাদক সৈয়দা শামছুর নাহার বিউটি,জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হাসান খান অভ্র, জেলা ছাত্রলীগের সভাপতি ফয়জুর মোর্শেদ খান অমি, সাধারণ সম্পাদক দেওয়ান জনিসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।