বুধবার, ০৮ মে ২০২৪, ১১:৫০ অপরাহ্ন

গ্যাস ক্ষেত্রের কনডেনসেট থেকে তৈরি হয় কেরোসিন, ডিজেল, পেট্রল ও অকটেন

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১

দেশের গ্যাস ক্ষেত্রগুলো থেকে উপজাত হিসেবে পাওয়া যায় ন্যাচারাল গ্যাস লিকুইডস (এনজিএল) ও কনডেনসেট। শোধনাগারে এ কনডেনসেট রূপান্তরের মাধ্যমে তৈরি হয় কেরোসিন, ডিজেল, পেট্রল ও অকটেন। আর এনজিএল থেকে তৈরি হয় এলপিজি। পরিশোধিত জ্বালানি তেলের মধ্যে মূলত পেট্রলের মান নিয়ে প্রশ্ন উঠছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেটের গোলাপগঞ্জে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) দুটি ফ্রাকশনেশন প্লান্ট, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের অধীনে হরিপুর ও কৈলাশটিলায় দুটি এবং রশিদপুরে আরো দুটি প্লান্ট রয়েছে। এছাড়া বাংলাদেশ গ্যাস ফিল্ডের অধীনে কুমিল্লায় রয়েছে অকটেন, পেট্রল ও ডিজেল উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরো একটি প্লান্ট। সরকারি এসব প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সুপার পেট্রোকেমিক্যাল, পেট্রোমেক্স ও অ্যাকোয়া নামে তিনটি বেসরকারি শোধনাগারে জ্বালানি তেল রূপান্তর করা হচ্ছে। চট্টগ্রাম ও ঘোড়াশালে এসব প্লান্টের অবস্থান।

দেশের গ্যাস ক্ষেত্রগুলোয় পাওয়া কনডেনসেট থেকে উৎপাদিত জ্বালানি তেল পেট্রলের মান পুনর্র্নিধারণ করে গত বছরের ১৭ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। এতে পেট্রলের রিসার্চ অকটেন নম্বর (আরওএন) ৮৯ করা হয়। সেই সঙ্গে এ গুণমান নিশ্চিত করতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) গত বছরের জুনে চিঠি দেয় সংস্থাটি। কিন্তু এরপর ছয় মাস পেরিয়ে গেলেও পেট্রলের মান উন্নয়ন করতে পারেনি বিপিসির নিয়ন্ত্রণাধীন ১১ পরিশোধনাগার। উল্টো পরিশোধনাগারগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে পেট্রলের মান আগের মানদ- আরওএন ৮০-তে ফিরিয়ে নিতে এরই মধ্যে শিল্প মন্ত্রণালয়কে সম্প্রতি চিঠি দিয়েছে বিএসটিআই।
জানা গেছে, বিএসটিআইয়ের নির্ধারিত মান অনুসরণ করতে না পারায় গত কয়েক মাস ধরে বন্ধ রয়েছে দেশের সরকারি জ্বালানি তেল শোধনাগারগুলো। সরকারি শোধনাগার বন্ধ থাকায় বেসরকারি তিন প্রতিষ্ঠানে গ্যাসের উপজাত (কনডেনসেট) থেকে জ্বালানি তেলে রূপান্তর করা হচ্ছে। গ্যাস ক্ষেত্রগুলো থেকে উপজাত হিসেবে পাওয়া যায় ন্যাচারাল গ্যাস লিকুইডস (এনজিএল) ও কনডেনসেট। শোধনাগারে এ কনডেনসেট রূপান্তরের মাধ্যমে তৈরি হয় কেরোসিন, ডিজেল, পেট্রল ও অকটেন। আর এনজিএল থেকে তৈরি হয় এলপিজি। পরিশোধিত জ্বালানি তেলের মধ্যে মূলত পেট্রলের মান নিয়ে প্রশ্ন উঠছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেটের গোলাপগঞ্জে রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) দুটি ফ্রাকশনেশন প্লান্ট, সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের অধীনে হরিপুর ও কৈলাশটিলায় দুটি এবং রশিদপুরে আরো দুটি প্লান্ট রয়েছে। এছাড়া বাংলাদেশ গ্যাস ফিল্ডের অধীনে কুমিল্লায় রয়েছে অকটেন, পেট্রল ও ডিজেল উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরো একটি প্লান্ট। সরকারি এসব প্রতিষ্ঠান বন্ধ থাকলেও সুপার পেট্রোকেমিক্যাল, পেট্রোমেক্স ও অ্যাকোয়া নামে তিনটি বেসরকারি শোধনাগারে জ্বালানি তেল রূপান্তর করা হচ্ছে। চট্টগ্রাম ও ঘোড়াশালে এসব প্লান্টের অবস্থান।
কৈলাশটিলা এলপিজি প্লান্টের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আলী আল জাহিদ বলেন, প্লান্ট চালুর প্রক্রিয়া শুরু হয়েছে। আশা করছি শিগগিরই আবার চালু হবে। জানা গেছে, পেট্রোকেমিক্যাল অ্যান্ড রিফাইনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিআরএবি) গত বছরের ২৫ ফেব্রুয়ারি শিল্প মন্ত্রণালয়ে পেট্রলের মান কমাতে (আরওএন ৮৭ থেকে ৮০) একটি আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে শিল্প মন্ত্রণালয় ওই বছরের ১৬ মার্চ বিএসটিআইকে পেট্রলের মান সূচক কমাতে নির্দেশনা দেয়। পিআরএবির আবেদন ও শিল্প মন্ত্রণালয়ের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বিষয়টি পর্যালোচনায় গত ৩০ সেপ্টেম্বর বৈঠক করে ‘মিনারেল, ফুয়েলস অ্যান্ড পেট্রোলিয়াম প্রডাক্টস’ শাখা কমিটি। বৈঠকে দেশের জাতীয় ও আর্থসামাজিক প্রেক্ষাপট বিবেচনায় বন্ধ থাকা রিফাইনারিগুলো খুলে দেয়ার জন্য বিপিসি ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগকে অনুরোধ করা হয়। একই সঙ্গে পেট্রলের মানসংক্রান্ত আগের আইন আরো দুই বছর বহাল রাখার জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়। সুপারিশের ভিত্তিতে গত বছরের ১২ নভেম্বর শিল্প মন্ত্রণালয় বিএসটিআইকে চিঠি দেয়। এর পরিপ্রেক্ষিতে বিএসটিআই মান নির্ধারণের নতুন কমিটি পেট্রলের আরওএন ৮০-তে রাখার সুপারিশ করে।
পেট্রলের মান কমানো-সংক্রান্ত এ চিঠির বিষয়ে জানতে চাইলে বিএসটিআই পরিচালক (মান) নিলুফা হক বলেন, আমরা মন্ত্রণালয়ের নির্দেশনা বাস্তবায়ন করেছি। আমাদের কাছে সুপারিশ চাওয়া হয়েছে, সেটি আমরা দিয়েছি। এদিকে পিআরএবি আবেদনের বিষয়ে কার্যক্রম গ্রহণের আগেই ১৭ ফেব্রুয়ারি পেট্রলের মান আরওএন ৮৯ কার্যকর হয়। এরপর থেকে সেই মান অনুযায়ী পেট্রল সরবরাহে হিমশিম খাচ্ছিল রিফাইনারিগুলো। কোনোভাবেই পেট্রলের মান আরওএন ৮৯-এ নিতে না পারায় বিপিসি রিফাইনারি থেকে তেল কেনা বন্ধ করে দেয়। কী কারণে পেট্রলের মান কমানোর সুপারিশ করা হলো জানতে চাইলে বিএসটিআই মান নির্ধারণ বিষয়ক কমিটির প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম বলেন, মূলত পেট্রলের মান বাড়ানোর কথা বলা হলেও রিফাইনারিগুলো ওই মান অনুযায়ী তেল সরবরাহে সক্ষম নয়। তাদের সক্ষমতা বাড়াতে হলে আরো সময় প্রয়োজন। যে কারণে তাদের সময় দিতে আগের মান পুনর্বহাল রাখার সুপারিশ করা হয়েছে। ২০১২ সালে পেট্রলের আন্তর্জাতিক মানদ- রক্ষায় সরকার প্রজ্ঞাপন জারি করে। সেই সময় থেকে দীর্ঘ নয় বছর পেরিয়েছে। এ সময়েও রিফাইনারিগুলো পেট্রলের মান সূচক উন্নয়ন করতে পারেনি। পেট্রলের মান উন্নয়ন না হওয়ায় দেশের যানবাহনের স্থায়িত্ব, মাইলেজ এবং পরিবেশের ব্যাপক ক্ষতি হয়েছে। পেট্রলের মান না বাড়িয়ে প্রজ্ঞাপন সংশোধন করে পেট্রলের মান কমানো হলে সেটি আরো ক্ষতিকর হবে। বাজারে নিত্যনতুন যানবাহনও এ তেলের কারণে ক্ষতির মুখে পড়বে। একই সঙ্গে দেশে পেট্রল পাম্পগুলোর সঙ্গে গ্রাহকের বিবদমান সমস্যা আরো প্রকট হবে।
প্রসঙ্গত, আন্তর্জাতিক মানদ- অনুযায়ী পেট্রলে রিসার্চ অকটেন নাম্বার (আরওএন) অন্তত ৮৭ থাকতে হয়। সে অনুযায়ী রিফাইনারিগুলোর জন্য পেট্রলে আরওএন ৮৭ মাত্রায় রাখার বাধ্যতামূলক করে বিএসটিআই। কিন্তু বেসরকারি খাতের ১৩টি রিফাইনারির (কনডেনসেট ফ্র্যাকশনেশন প্লান্ট) মধ্যে ১১টি সে মান অনুযায়ী পেট্রল উৎপাদন করতে পারে না। তাদের পেট্রলে আরওএনের পরিমাণ ৮০-এর বেশি থাকে না। বরং অনেক সময় তা আরো কমে যায়। এদিকে পেট্রল ও অকটেনের মান ভালো না হওয়ায় ভোগান্তিতে রয়েছে দেশের পেট্রল পাম্পগুলো। তেল নিয়ে গ্রাহকের সঙ্গে বাকবিতণ্ডা এবং বিভিন্ন সময়ে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পেট্রল পাম্প মালিকদের জরিমানার সম্মুখীন হতে হয়। এ বিপত্তি এড়াতে সঠিক মানের পেট্রল সরবরাহে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটর্স, এজেন্ট অ্যান্ড পেট্রল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, পাম্পে মানসম্পন্ন পেট্রল সরবরাহে মন্ত্রণালয়কে আমরা চিঠি দিয়েছি। প্রায়ই গ্রাহকের সঙ্গে পেট্রল-অকটেন নিয়ে দ্বন্দ্বে জড়াতে হয় আমাদের। যদিও আমরা এর উৎপাদক নই।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com