ঢাকার ধামরাইয়ে ঠান্ডা বাতাস আর অসময়ের বৃষ্টি মিলে শীত যেন জেঁকে বসেছে। এই শীতে জন জীবনকে স্থবির করে দিয়েছে।শীতে কাবু করে ফেলেছে নিম্মআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে অ্যাকসেস ফাউন্ডেশন বাংলাদেশ নামে প্রতিবন্ধী সংগঠন ও আমার দারাজ নামক একটি সহযোগী প্রতিষ্ঠান। বুধবার অ্যাকসেস ফাউন্ডেশন বাংলাদেশ ও আমার দারাজ এর সহযোগিতায় ১০০টি অসহায় দুস্থ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই পৌরমেয়র এর সহধর্মিণী হামিদ ফাতেমা,আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস -চেয়ারম্যান সিরাজ উদ্দিন, ধামরাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন, অ্যাকসেস ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রজেক্ট কো-অডিনেটর মোঃ জাহাঙ্গীর আলম, আমার দারাজ এর এক্সিকিউটিব অফিসার ইফতেখার সাকিব ও রুবাইয়াত তাবাসসুম। এ সময় বক্তারা বলেন, সকল বিত্তবান ব্যক্তিরা যদি অসহায় মানুষের পাশে দাড়ালে তাদের দুঃখ দুর্দশা কিছুটা হলেও লাগব হবে।