সিরিজ জয় নিশ্চিত করার লক্ষ্যে শুক্রবার মিরপুর স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডে ছয় উইকেটের জয় পাওয়ায় সিরিজ জিততে আত্মবিশ্বাসী স্বাগতিকরা। অন্যদিকে আজকের ম্যাচটি জিতে সিরিজে টিকে থাকতে চায় সফরকারীরা।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতের ম্যাচে টস হেরে ফিল্ডিং পেয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১১টায়।
দুই পাশ থেকে বল শুরু করলেন রুবেল ও মোস্তাফিজ। শুরু থেকেই আটসাঁট বোলিংয়ে ক্যারিবিয় দুই ওপেনারকে চাপে রেখেছে টাইগার এই বোলিং জুটি। ৪.৫ ওভারে দলীয় ১০ রানে উইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানেন মোস্তাফিজ। ক্যারিবিয় ওপেনার এমব্রিসকে মিরাজের তালুবন্দী করে সাজঘরে পাঠান মোস্তাফিজ।
প্রথম উইকেট পতনের পর উইকেটে থিতু হতে চেয়েছিলেন কিরন ওটলে ও অ্যান্ড্রে ম্যাকার্থি। তবে এই জুটিকে বেশি বড় হতে দেননি মিরাজ। দলীয় ৩৬ রানে তামিমের ক্যাচ বানিয়ে কিরন ওটলে’কে(২৪) সাজঘরে পাঠান মিরাজ। দলের স্কোরে ১ রান যোগ হতেই উইন্ডিজ শিবিরে মিরাজের ফের আঘাত। এবার বোল্ড করে জশুয়া ডি সিলভাকে প্যাভিলিয়নে ফেরত পাঠান মিরাজ। পরের ওভারে আরেকটি উইকেট তুলে নেন সাকিব আল হাসান।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪০ রান। প্রথম ম্যাচে টাইগাররা ৬ উইকেটে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হাল্কাভাবে নিচ্ছেন না স্বাগতিকরা। প্রথম ম্যাচে ব্যাট হাতে স্বাভাবিক হতে দেখা যায়নি টপঅর্ডার ব্যাটসম্যানদের।
করোনাভাইরাসে বিরতির পর আন্তর্জাতিক ম্যাচে ছন্দে ফেরা হয়ে ওঠেনি মুশফিক, মাহমুদউল্লাহ, সাকিবদের। তবে বল হাতে দুর্দান্ত কামব্যাক করেছে টাইগার বোলাররা। অন্যদিকে ক্যারিবীয়ানদের মূল দলের অনেক খেলোয়াড় না আসায় প্রথম ম্যাচে অভিষেক হয়েছে ৬ ক্রিকেটারের। প্রথম ম্যাচের ভুল ত্রুটি শুধরে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় ওয়েস্ট ইন্ডিজ।
ম্যাচ জিতলেও বাংলাদেশ দলে আভাস ছিল পরিবর্তনের। তবে হয়নি, অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে টাইগাররা। অন্যদিকে উইন্ডিজ দলে এক পরিবর্তন। ক্যারিবিয়ান একাদশে জায়গা পেয়েছেন কেজর্ন অতেলি।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: জশুয়া ডা সিলভা, সুনীল অ্যাম্ব্রিস, জেসন মোহাম্মদ (অধিনায়ক), অ্যান্ড্রে ম্যাকার্থি, রেমন রেইফ্রি, রোভমান পাওয়েল, কাইল মায়ার্স, ক্সক্রুমাহ বোনার, অ্যাকেল হোসেন, অ্যালজারি জোসেপ এবং কিরন ওটলে (অভিষিক্ত)।