রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:৫৫ অপরাহ্ন

রায়গঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ ও স্মারকলিপি প্রদান অ-মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের আওতায় আনার দাবি

প্রদীপ কুমার ভৌমিক রায়গঞ্জ (সিরাজগঞ্জ) :
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

অ-মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাইয়ের আওতায় আনার দাবিতে রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডের পক্ষ থেকে সমাবেশ ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজিবুল আলমের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয় বরাবরে স্মারকলিপি প্রেরণ করা হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয় উপজেলায় ন্যাপ কমিউনিষ্টপাটি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী গেজেটে প্রকাশিত ৮জন ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক সুপারিশকৃত ৫জন সহ মোট ১৩ জনকে আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য প্রক্রিয়ায় যাচাই-বাছাইয়ের আওতায় আনার দাবি জানানো হয়। অন্যথায় রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কোন মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে অংশগ্রহণ করবেন না বলে আল্টিমেটাম প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানের আগে সমাবেশে বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক গাজী রেজাউল করিম তালুকদার, ডেপুটি কমান্ডার গাজী জহুরুল ইসলাম বাতেন, গাজী আব্দুল খালেক মন্টু, গাজী এছার উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি কে.এম রফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে উপজেলার সকল মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com