রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

দাকোপে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

আজিজুর রহমান, দাকোপ (খুলনা)
  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২০

খুলনার দাকোপ উপজেলায় খরিপ-১ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক চাষি পর্যায়ে প্রণোদনা কর্মসূচির আওতায় আউশ ফসল চাষ করার জন্য কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা কৃষক প্রশিক্ষণকেন্দ্রে এসব কৃষি সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খান। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত দাকোপ উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা মো. মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য শেখ বাবুল আক্তার প্রমূখ।

প্রত্যেক চাষিকে ৫ কেজি করে ব্রি-৪৮ জাতের ধানের বীজ, ২০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। এতে প্রায় ৩০ জন স্থানীয় চাষি পর্যায়ের কৃষক অংশ নেন।

এমআইপি/প্রিন্স/খবরপত্র




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com