অর্থ সংকটের কারণে দিনমজুর বাবার মাতৃহীন কন্যা বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আউলপাড়া গ্রামের ৮ বছর বয়সী অগ্নিদগ্ধ শিশু জান্নাত আরার সু-চিকিৎসা জুটেনি। ফলে নিজ বাড়িতেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শিশু জান্নাত আরা। জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের আউলপাড়া গ্রামের জালাল উদ্দিনের মেয়ে জান্নাত আরা(৮)। পারিবারিক কলহের কারণে জান্নাতের মা বাবার মধ্যে স্বামী-স্ত্রীর সর্ম্পকের বিচ্ছেদ ঘটে। ফলে জান্নাতের মা জান্নাতকে রেখে চলে যায়। দিন মজুর বাবা ঢাকায় রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তাই কোন উপায় না থাকায় দাদার অভাবি সংসারে লালিত পালিত হয়ে থাকে জান্নাত আরা। অভাবের কারণে তীব্র শীতেও জান্নাত আরার ভাগ্যে জুটেনি একটি শীতের কাপড়। তাই শীতের আক্রমন থেকে বাচাঁর জন্য ৮ জানুয়ারি কনকনে শীতের সকালে আগুন পোহাতে যায় মাতৃহীন শিশু জান্নাত আরা। আগুন পোহাতে গিয়ে সেদিনই অগ্নিদগ্ধ হয় শিশু জান্নাত আরা। মাথা ছাড়া তার সর্বাঙ্গ পুড়ে যায়। তার পরেও অর্থ সংকটের কারণে জান্নাত আরার ভাগ্যে সু-চিকিৎসা জুটেনি। ভর্তি করা হয়নি কোন সরকারি বা বেসরকারি হাসপাতালে। তবে দাদা দাদির প্রচেষ্টায় কবিরাজি চিকিৎসা হয়েছে। কিন্তু কোন উপকার হয়নি। দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছে। বিনা চিকিৎসায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে জান্নাত আরা। জান্নাত আরার বাবা জালাল উদ্দিন জানান, বর্তমানে জান্নাতের জীবন সংকাটাপন্ন। সমাজের বৃত্তমানদের সহায়তা পেলে এবং সু-চিকিৎসার ব্যবস্থা হলে জান্নাত আরা বাচঁতে পারে। নচেৎ অকালে ঝড়ে যাবে জান্নাতের জীবন। এব্যাপারে বগারচর ইউনিয়নে চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু জানান, বিষয়টি আমার জানা ছিলোনা। জানলে অবশ্যই সুচিকিৎসার ব্যবস্থা করতাম। তবে এখন তার জন্য সহায়তার হাত বাড়িয়ে দিবো।