সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:৪৮ পূর্বাহ্ন

অভিষেকের ডাবল সেঞ্চুরিতে যত রেকর্ড মায়ার্সের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১

২১০ রানের অনবদ্য ইনিংস খেলে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশকে একাই হারিয়ে দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে অভিষেক হওয়া বাঁ-হাতি ব্যাটসম্যান কাইল মায়ার্স। চার-ছক্কার ফুলঝুড়ি, সময়পযোগী বুদ্ধিদীপ্ত ব্যাটিংএ ৩৯৫ রানের বিশাল টার্গেটকে মামুলি বানিয়েছেন মায়ার্স। এর আগে জাতীয় দলের হয়ে ৩টি ওয়ানডে ও ২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। ৩৩টি প্রথম শ্রেনির ম্যাচে ৩টি সেঞ্চুরি ও ১২টি হাফ-সেঞ্চুরিতে ১৬৬৮ রান রয়েছে মায়ার্সের ।
করোনা ও ব্যক্তিগত কারনে নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডারসহ টেস্ট দলের শীর্ষ খেলোয়াড়রা এবারের বাংলাদেশ দলে আসেননি। যার সুবাদে রঙ্গীন পোশাকে ওয়েস্ট ইন্ডিজের ৫টি ও প্রথম শ্রেনির ক্রিকেটে ৩৩টি ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে টেস্ট দলে সুযোগ হয় মায়ার্সের। কিন্তু অভিষেকেই যে ডাবল-সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ঐতিহাসিক জয় এনে দিবেন, তা হয়তো মায়ার্স নিজেও জানতেন না।
ম্যাচের পঞ্চম ও শেষ দিনের অন্তিম মূর্হুতে মায়ার্স জানতে পারেন ৪১৫ মিনিট ক্রিজে থেকে ৩১০ বল খেলেও দলকে জয়ের মালা পড়িয়ে দেয়া যায়। খর্বশক্তির দল নিয়ে সফরে আসা ওয়েস্ট ইন্ডিজকে জয়ের মালা পড়াতে গিয়ে রেকর্ড বইয়ের বহু জায়গায় নাম উঠেছে মায়ার্সের।
২০টি চার ও ৭টি ছক্কায় ২১০ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি। অভিষেকে ডাবল-সেঞ্চুরি করা ষষ্ঠ ব্যাটসম্যান হলেন মায়ার্স। তার রানটি পঞ্চমস্থানে জায়গা করে নিয়েছে। এর আগে এই তালিকায় সবার আগে নাম লেখান ইংল্যান্ডের টি ফস্টার। ১৯০৩ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজের অভিষেক টেস্টে ৩৭টি চারে ২৮৭ রান করেন ফস্টার। এরপর একে-একে সেই তালিকায় নাম তোলেন ওয়েস্ট ইন্ডিজের লরেন্স রো , শ্রীলংকার ব্রেন্ডন কুরুপ্পু , নিউজিল্যান্ডের ম্যাথু সিনক্লেয়ার ও দক্ষিণ আফ্রিকার জক রুডলফ। দীর্ঘ ১৮ বছর পর এশিয়ার মাটিতে অভিষেকে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ডাবল-সেঞ্চুরি করলেন মায়ার্স। এর আগে ২০০৩ সালে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে অভিষেক টেস্টে অপরাজিত ২২২ রান করেছিলেন দক্ষিণ আফ্রিকার রুডলফ। তার আগে ১৯৮৭ সালে নিজ মাঠ কলম্বোতে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ২০১ রান করেছিলেন লংকান কুরুপ্পু। অভিষেক টেস্টে ম্যাচের তৃতীয় বা চতুর্থ ইনিংসে মায়ার্সের ডাবল-সেঞ্চুরি প্রথম দেখলো ক্রিকেট বিশ্ব। সেই সাথে সর্বোচ্চ রানের মালিক এখন মায়ার্স। ৯১ বছরের পুরনো আরকে স্বদেশীর রেকর্ড ভাঙ্গলেন তিনি । গত ৯১ বছর ধরে এই রেকর্ড ধরে রেখেছিলেন ওয়েস্ট ইন্ডিজের জর্জ হ্যাডলি । ১৯৩০ সালে ব্রিজটাউনে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টে ম্যাচের তৃতীয় ইনিংসে ১৭৬ রান করেছিলেন ৭৪ বছর বয়সে মারা যাওয়ায় হ্যাডলি। এায়ার্সের আগে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে মাত্র দু’জন ব্যাটসম্যান অভিষেক টেস্টে চতুর্থ ইনিংসে সেঞ্চুরির করেছিলেন। তারা হলেন- লেন বাইচান ও ডোয়াইন স্মিথ। সূত্র : বাসস




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com