গাজীপুরের কালীগঞ্জে গরুর খামার ঘরের তালা ভেঙ্গে ৭ টি বড় গরু চুরি হওয়ার সংবাদ পাওয়া যায়। ঘটনাটি ঘটেছে শনিবার দিবাগত রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের শহিদুল্লা মোল্লার খামারে। রবিবার সকালে সরেজমিনে গিয়ে জানা যায়, শনিবার রাত আনুমানিক ৪ টার দিকে খামারে গরুর শব্দ শুনে শহিদুল্লাহর বাগিনা মামুন মোল্লা খামারে গেটের তালা কাটা দেখতে পেয়ে ডাক-চিৎকার দেয়। পরে খামারীসহ বাড়ীর লোকজন এসে দেখেন খামারে থাকা ৮টি বড় গরু মধ্যে ৭টি বড় গরু নিয়ে যায় চোরেরা। ভুক্তভোগী খামারী শহিদুল্লাহ বলেন- দীর্ঘদিন প্রবাসে মালদ্বীপে ছিলাম। মহামারী করোনা ভাইরাসের কারণে সরকারের সহযোগীতায় গত রমজান মাসে দেশে আসি। পরে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে গরুর খামার করি। খামারে দুগ্ধওয়ালা গাভীসহ ৮টি বড় গরু ছিল। শনিবার রাত ৪ টার দিকে ১টি ছোট বাছুর গরু রেখে সব গুলি নিয়ে যায় চোরেরা। যার আনুমানিক মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এখন আমি হতাশ হয়ে পড়ে আছি। কিভাবে কিস্তির ঋণ পরিশোধ করবো। তাই সরকারের সহযোগীতা কামনা করছি। প্রতিবেশি খামারী বাচ্ছু ও মতিউর রহমান বলেন- রাত ৪ টার দিকে শহিদুল্লাহর বাড়ীতে ডাক-চিৎকার শুনে দৌড়ে গিয়ে জানতে পারি তার ৭টি গরু নিয়ে যায় চোরেরা। পরে আমরা বিভিন্ন জায়গায় খোজা খোঁজি করেও গরু ও চোরের কোন সন্ধ্যান পাইনি। পুলিশের নিয়মিত টহল না থাকায় প্রতিনিয়ত ঘটছে একের পর এক চুরির ঘটনা। আমরাও ঋণ নিয়ে খামার করেছি। খামারীরা গরু নিয়ে আতঙ্কে রয়েছি।