গাজীপুরের কাপাসিয়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল ওজনে কম দেয়ার প্রতিবাদ করায় আনন্দ টিভির সাংবাদিক খোরশেদ আলম খানের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কাপাসিয়া থানা পুলিশ ওএমএস ডিলার মাসুদ সরকারসহ চার জনকে গ্রেফতার করে কোর্টে পাঠিয়েছে। ১৪ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ভাকোয়াদীর তমিজ উদ্দিন মার্কেটে এ ঘটনা ঘটে।
জানা যায়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চালের বস্তায় ৩০ কেজি চাল থাকলেও গড়ে ২৭/২৮ কেজি করে মানুষকে দেয়া হচ্ছে। অথচ ক্রেতাদের নিকট থেকে ৩০ কেজির টাকা আদায় করা হচ্ছে। বস্তা কেটে বা ফুটো করে ২/৩ কেজি চাল রেখে দেয়ার অভিযোগে আনন্দ টিভি’র গাজীপুর জেলার পূর্ব প্রতিনিধি মোঃ খোরশেদ আলম খান ঘটনাস্থলে কিছু ছবি ক্যামেরাবন্দি করে এবং সোমবার এ ঘটনার প্রতিবাদ করে তার ফেইজবুক আইডিতে স্ট্যাটাস দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ডিলার মাসুদ সরকার তার দলবল নিয়ে গত মঙ্গলবার পূর্বপরিকল্পিত ভাবে ওই সাংবাদিকের উপর হামলা চালায়। এ সময় হামলাকরীরা তার সাথে থাকা লেপটপ, ভিডিও ক্যামেরা ও একটি মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। জীবন বাঁচাতে সাংবাদিক খোরশেদ আলম পাশ^বর্তী স্থানীয় ছোলাইমান হাজীর বাড়িতে আশ্রয় নেয়। খবর পেয়ে কাপাসিয়া থানা পুলিশ সাংবাদিককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় সাংবাদিক খোরশেদ আলম বাদী হয়ে ডিলার সহ চার জনকে আসামী করে কাপাসিয়া থানায় মামালা (নং-০৯) দায়ের করেন। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বড়পুশিয়া গ্রামের গিয়াস উদ্দিনের পুত্র ডিলার মাসুদ সরকার (৩৭), খোদাদিয়া গ্রামের জসিম উদ্দিনের পুত্র আল-আমিন আহমেদ হৃদয় (২৪), ভাকোয়াদী গ্রামের জাহিদ সিকদারের পুত্র মাসুদ সিকদার (২৩), একই গ্রামের নিরঞ্জন দাসের পুত্র সাগর দাস (২০)। বুধবার দুপুরে তাদের গাজীপুর কোর্টে প্রেরন করা হয়েছে।
এছাড়া কাপাসিয়ায় ‘হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ কর্মসূচির’ চাল বিক্রির সময় ওজনে কারচুপির অপরাধে এক ডিলারকে ১ লাখ টাকা জরিমানা ও তার ডিলারশীপ বাতিল করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলার কড়িহাতা ইউনিয়নের ত্রিমোহনী বাজারের ‘মা এন্টারপ্রাইজের’ স্বত্তাধিকারী ও.এম.এস ডিলার আওয়ামীলীগ কর্মী মোহাম্মদ জুয়েল হোসেন ১০ টাকা কেজির চাল বিক্রিতে ওজনে কারচুপি করছেন এমন অভিযোগের ভিত্তিতে গত মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত তার দোকানে অভিযান চালায়। এ সময় সরকার নির্ধারিত ৩০ কেজি চালের পরিবর্তে ২৫ কেজি চাল দিয়ে তিনশত টাকা রাখার অপরাধে তার কাছ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয় এবং তার ডিলারশীপ বাতিল করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা: ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ই-খ/খবরপত্র