শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৬:০৩ অপরাহ্ন

গোপালগঞ্জে সেনাবাহিনী আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন আরম্ভ

গোপালগঞ্জ প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১

গোপালগঞ্জে শুরু হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১। সোমবার বিকেল সাড়ে ৩ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সামনে থেকে শহরের শেখ কামাল ক্রিকেট স্টেডিয়াম পর্যন্ত ৫ কিলোমিটার এ দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা। সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন গোপালগঞ্জ সদর উপজেলার প্রায় ৩ হাজার মানুষ। প্রথম হয়েছেন মোঃ ফয়সাল হোসেন, দ্বিতীয় মোঃ সৌরভ কাজী এবং তৃতীয় হয়েছেন মোঃ আশরাফুল। নারী প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছেন পুতুল বিশ^াস, দ্বিতীয় সামিয়া আক্তার ও তৃতীয় হয়েছেন শোভা খানম। বিকেল ৫ টায় শেখ কামাল স্টেডিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথিগণ প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ ২০ (পুরুষ) জন এবং নারী ৫ জনের হাতে ক্রেস্ট তুলেদেন। এছাড়াও প্রতিযোগিতায় স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতার জন্য বিডি-ক্লিন গোপালগঞ্জকেও সৌজন্য ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় আয়োজক ১৪ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ আলমগীর হোসেন, পিএসসি উপস্থিত ছিলেন। দেশব্যাপী ১০ লাখ মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক আয়োজিত এ ম্যারাথন দৌড়ের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলায় ৫ হাজার মানুষের দৌড় পরিচালিত হবে। মঙ্গলবার জেলার টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলায় এবং বুধবার কাশিয়ানী ও মুকসুদপুর উপজেলায় বাকি ২ হাজার মানুষের দৌড়গুলি অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com