রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১০ অপরাহ্ন

মেলান্দহে সাহিত্যপত্র কণ্ঠস্বরের যাত্রা

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি :
  • আপডেট সময় সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১

আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উদযাপন উপলক্ষে জামালপুরের মেলান্দহে সাহিত্যপত্র জবাসাস কণ্ঠস্বরের উদ্ধোধনী সংখ্যা উন্মোচন করা হয়। ২১শে ফেব্রুয়ারি বিকেল ৩টায় এ উপলক্ষে হাজরাবাড়ি সিরাজুল হক ডিগ্রি কলেজে আলোচনা সভা-কবিতার আসর ও দেশাত্ববোধক গানের আয়োজন করা হয়। জননী বাংলা সাহিত্য সংসদ এর আয়োজন করে। আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক-কবি ও গীতিকার ফরহাদ হোসেন এতে সভাপতিত্ব করেন। দৈনিক ইত্তেফাক/নিউ নেশনের সাংবাদিক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সৈকত সাহিত্যপত্রের সম্পাদক-প্রকাশক শাহ্ জামাল অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন। স্বাগত বক্তব্য রাখেন-জননী বাংলা সাহিত্য সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শাকিল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-হাজরাবাড়ি বালিকা বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মহসিন আলম, সাধুপুর হুমায়ুন কবির টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, দেওলাবাড়ি প্রবাহের সম্পাদক-প্রকাশক হাবিবুর রহমান, আবাবিল ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ও দৈনিক খবরপত্রের সাংবাদিক ফজলুল করিম ও আদ্রা আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নাসিমা আক্তার প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com