শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে আওয়ামীলীগের দুই পক্ষ ও পুলিশের ত্রিমূখী গোলাগুলিতে নিহত সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে হত্যার ৭দিন পেরিয়ে গেলেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি প্রশাসন। ২০১৯ইং সালের ১৩ সেপ্টেম্বর তথাকথিত সাংবাদিক মাদক স¤্রাট, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদকের মামলার ১বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত আসামি হাসান ইমাম রাসেল এবং নাছির উদ্দিন বিডি ও গিয়াস উদ্দিন রনির সহযোগিতায় রনির দোকানে ধরে এনে নিমর্মভাবে পিটিয়ে আহত করে। পেটানোর ভিডিও চিত্র এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত আছে। ভিডিওতে দেখা যায় মুজাক্কিরকে রাসেল, নাছির উদ্দিন বিডি, রনি নির্মমভাবে পেটায় এবং বলে তোর কোন বাপ তোকে বাঁচায় আমরা দেখব। সন্ত্রাসী রাসেল এর আগেও সমকাল কোম্পানীগঞ্জ প্রতিনিধি তবিবুর রহমান টিপুর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের হুমকি দিয়েছে। ২০১১ সালের ২১ অক্টোবর কোম্পানীগঞ্জ থানায় জিডি করেছিল। ২০১২ সালের সেপ্টেম্বর ২১ তৎকালীন কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ুন কবির রাসেলের বিরুদ্ধে গাড়ি চুরি একটি প্রতিবেদন নোয়াখালী পুলিশ সুপার বরাবর দাখিল করেন। ২০২০ সালের ২৪ জুন সন্ত্রাসী রাসেল সমকাল নোয়াখালী প্রতিনিধি আনোয়ারুল হায়দারের দুটি হাত কেটে ফেলার হুমকি দিয়েছিল। ২০২০ সালের ২৫ জুন এ ঘটনায় হায়দার রাসেলের বিরুদ্ধে চাটখিল থানায় জিডি করেন, জিডি নং-৮৮৩, তাং-২৫-০৬-২০২০। বর্তমানে মামলাটি নোয়াখালী পিবিআইতে তদন্তাধীন। ২০১৪ সালের ৭ জানুয়ারী কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নুরুজ্জামান ১ কেজি গাঁজা রাখার অভিযোগে ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্টের মাধ্যমে রাসেলকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ২০১৮ সালের ২৮ জানুয়ারী নোয়াখালীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রুকনউদ্দিনের নেতৃত্বে ট্রান্সফোর্স অভিযান চালিয়ে হাসান ইমাম রাসেলের ব্যবসা প্রতিষ্ঠানে ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এর পর নোয়াখালীর মাদ্রকদ্রব্যের উপ-পরিচালক মোঃ ইমরুল কায়েশ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় মাদক দ্রব্য আইনে মামলা করেন, মামলা নং-১৬, তাং- ২৮-০১-২০১৮, মামলাটি বর্তমানে চলমান আছে। ২০১৮ সালের ২৬ মে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে কামাল উদ্দিন নামে এক ব্যবসায়ী র্যাব-১১, লক্ষীপুরের এডিশনাল এসপির বরাবরে চাঁদাবাজির অভিযোগ দায়ের করেন। হাসান ইমাম রাসেলের আগের পাসপোর্টের জন্ম তারিখ পরিবর্তন করে পুরান পাসপোর্ট বাতিল করে নতুন পাসপোর্ট গ্রহন করে। ২০২০ সালের ২৩ জুন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মেহেদী হাসান কে দিয়ে ভূয়া করোনা রোগীর প্রত্যয়নপত্র নেয়, সরকারী সুযোগ সুবিধা আদায়ের জন্য এবং মানুষের নিকট থেকে সহমর্মিতা পাওয়ার জন্য। করোনাকালীন সময়ে বসুরহাট বাজারে সে ব্যাপক চাঁদাবাজি করে বলে অভিযোগ করেছেন বাজারের ব্যবসায়ী সিরাজ উল্যাহ। তার এসকল কর্মকান্ডের সকল ডকুমেন্টস এ প্রতিবেদকের কাছে সংরক্ষিত রয়েছে। সন্ত্রাসী রাসেল, নাছির উদ্দিন বিডি ও রনি তাদের সহযোগিরা একটি নোয়া গাড়ি করে যাহার নং- ঢাকা মেট্রো-খ- ১৪-০৭৮৬, দুপুর সাড়ে ১২টায় মুখোশ পড়ে প্রকাশ্য দিবালোকে কোম্পানীগঞ্জ থানার সামনে দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বসুরহাট বাজারে ঘুরে বেড়ালেও তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না। বৃহস্পতিবার নোয়াখালী প্রেসক্লাবে নিহত মুজাক্কিরের পিতা নোয়াব আলী মাষ্টার ও ভাই নুরুদ্দিন সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে তারা বলেন, কোম্পানীগঞ্জের তরুন ও অদীয়মান সাংবাদিক শহীদ বুরহান উদ্দিন মোজাক্কিরের হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত ও বিচারের আওতায় এনে ফাঁসি দিতে হবে। তারা আরও বলেন, সন্ত্রাসী রাসেল গংদের গ্রেফতার করতে হবে। কোম্পানীগঞ্জ থানার ওসি জাহেদুল হক রনি এ প্রতিবেদককে বলেন, আসামীদের কে গ্রেফতার করে অচিরে আইনের আওতায় আনা হবে।