ফরিদপুরের সালথায় দারিদ্র পরিবারদের মাঝে ছাগল, সেলাই মেশিন, গর্ববতী মহিলাদের পুষ্টিকর খাদ্য ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া শান্তি ও বিরোধ নিরসন বিষয়ক আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে উপজেলার হরিনায় বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় ও আমজাদ আলী সরকারী প্রথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের মাঠে এসকল কার্যক্রম অনুষ্ঠিত হয়। ঢাকা উত্তরা রোটারি ক্লাব, উত্তরা ইনার হুইল ক্লাবসহ আরো কয়েকটি রোটারি ক্লাবের অর্থিক সহযোগিতায় দারিদ্র পরিবারের মাঝে এসকল জিনিস প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর, ইষ্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ডাঃ মোয়াজ্জেম হোসেন, উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বেলায়েত হোসন, উত্তরা রোটারি ক্লাবের সভাপতি সৈয়দ শাহ নাজমুল হক রিপন, সম্পাদক মাহবুব মতিন, উত্তরা ইনার হুইল ক্লাবের সভাপতি রিফাত জাহান লিছা, ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়া, উত্তরা লেডিস ক্লাবের সভাপতি উলফুত জাহান মুন, বাগাট রাজকুমার মিষ্টান্ন ভা-ারের স্বত্বাধিকারী রাজকুমারসহ অন্যান্ন অতিথি বৃন্দ। বক্তারা সামাজিক সচেতনতা সৃষ্টি, বাল্য বিবাহ বন্ধ করন, সামাজিক সহিংসতা দূরীকরণ, যৌতুক বন্ধ করা, নারী নির্যাতন বন্ধ করা ও ইভটিজিং বন্ধ করার উপর আলোচনা করেন।