চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সংবাদকর্মী, ব্যাংকারসহ জরুরি সেবায় নিয়োজিত ভাড়াটিয়াদের বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হলে পুলিশকে জানাতে বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম।
শুক্রবার (১৭ এপ্রিল) ডিএমপির ভেরিফাইড ফেসবুক পেজে ডিএমপি কমিশনারের এই বক্তব্য তুলে ধরা হয়।
পুলিশ কমিশনার বলেন, ‘করোনা প্রতিরোধ করতে যারা সমাজে যুদ্ধ করছেন, তাদের রাত যাপনের বিষয়টি সুরক্ষার সঙ্গে চিন্তা করতে হবে। তারা তাদের ডিউটি পালন করতে যথাযথ সুরক্ষা নিয়েই কর্মস্থলে যাচ্ছেন। এরপরও কতিপয় বাড়ির মালিক তাদের বাসা ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিচ্ছেন। কেউ এমন হুমকি পেলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা পুলিশ অথবা ৯৯৯ এ ফোন দেওয়ার অনুরোধ করা হচ্ছে।’
সেই সঙ্গে বাড়ির মালিকদের বিষয়টি মানবিকভাবে বিবেচনা করতে বলেছেন। এই মুহূর্তে তারা যদি বাসস্থানের সুরক্ষা না পান-তাহলে করোনা প্রতিরোধে তাদের ভূমিকা ব্যাহত হবে।
এ রকম বাড়ি ছাড়ার হুমকি পেয়েছেন নগরবাসীর অনেকেই। বিশেষ করে যারা পেশাগত কাজে বাইরে যান, যেমন- চিকিৎসক, সাংবাদিক, নার্স, ব্যাংকার ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলে জানান ডিএমপি কমিশনার।
এমআইপি/প্রিন্স/খবরপত্র