সারাদেশের ন্যায় শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ উদযাপন উপলক্ষে ৭ মার্চ রোববার সকাল সাড়ে ১০টায় শেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম এর সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওয়ালীউল হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার মো. হাসান নাহিদ চৌধুরী, শেরপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) সাইয়েদ এজেড মোরশেদ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোহিত কুমার দে, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রশিদ, শেরপুর জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট চন্দন কুমার পাল পিপি, জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আ স ম নুরুল ইসলাম হীরু, জেলা মহিলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক নাসরিন রহমান, শেরপুর প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, শেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল। এসময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ৭ই মার্চের এই দিনে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে এক বিশাল জন সমুদ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ডাক দিয়ে ছিলেন। তার এডাকে সারা দিয়ে তখন আমরা বাঙ্গালিরা সশস্ত্র মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। তারা আরও বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের এই ভাষণকে ২০১৭ সালে ৩০ অক্টোবর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা (ইউনেস্কো)। এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধুর ঐতিহাসিক এই ভাষণ অসংখ্য ভাষায় অনুদিত হয়েছে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুকতাদিরুল আহমেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, জেলা তথ্য অফিসার তাহলিমা জান্নাত, শেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. মিজানুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, শেরপুর জেলা আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মজদুল হক মিনুসহ সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বাংলাদেশ শিশু একাডেমির শেরপুর জেলা শাখার আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৭ই মার্চের ভাষণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরষ্কার বিতরণ করেন অতিথিগণ।