জামালপুরের মেলান্দহে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন করেছে মেলান্দহ থানা পুলিশ। রবিবার বিকালে মেলান্দহ মুক্ত মঞ্চে আনন্দ উদযাপন অনুষ্ঠানে কেক কাটা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপত্বি করেন মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ময়নুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক জেলা মুক্তিযুদ্ধা কমান্ডার সৈয়দ হারুনুর রশিদ, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল করিম, মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী কামরুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার তামিম আল ইয়ামিন, সহকারি কমিশনার (ভূমি) সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ্ চেয়ারম্যান, সম্পাদক মো. জিন্নাহ্, বিআরডিবি চেয়ারম্যান মনিরুজ্জামান জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, অনুষ্ঠান সঞ্চালনা করেন- মেলান্দহ থানার ওসি তদন্ত মো. আব্দুল মজিদ। আলোচনা শেষে শিল্পি আশরাফুল ইসলাম বিপ্লব মন্ডলসহ অন্যান্য শিল্পিদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।