জামালপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস হিসেবে উদযাপন উপলক্ষে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন, উপজেলা পরিষদের পক্ষ থেকে সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল হোসেন, সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহকারী কমিশনার ভূমি মাহমুদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, শরিফপুর ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম আলম, লক্ষীরচর ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বিদ্যুৎ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা কর্মকর্তা মোঃ রমজান আলী, কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাখাওয়াত ইকরাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। পুষ্প অর্পূণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা বেগম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বেলাল হোসেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, লক্ষীরচর ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন বিদ্যুৎ, শরীফপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ শাখাওয়াত ইকরাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ই মার্চের আঠারো মিনিটের ওই বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এবারের সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। এছাড়া আগামী প্রজন্মকে ইতিহাস জানার জন্য আহ্বান জানান বক্তারা।