দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯ জন মারা গেছেন। একই সময়ে দেশে করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩০৬ জন।
এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৮৪ জন। আর মোট শনাক্তের সংখ্যা ২ হাজার ১৪৪ জন। নতুন করে সুস্থ হয়েছেন ৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৬ জন।
শনিবার (১৮ এপ্রিল) আইইডিসিআরের পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান। দেশের করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে অনলাইনে এ ব্রিফিং হয়।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, যে ৯ জন মারা গেছেন তাদের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে চার জন। ৫১-৬০ বছরের মধ্যে আছেন একজন, ৪১-৫০ বছর বয়সের মধ্যে আছেন দু’জন, ৩১-৪০ বছর বয়সের মধ্যে একজন এবং আর একজনের বয়স জানা যায়নি। এদের মধ্যে ৬ জন ঢাকার, দু’জন নারায়ণগঞ্জের এবং একজন সাভারের।
তিনি জানান,গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। আর নমুনা পরীক্ষা করা হয় দুই হাজার ১৯০ জনের। নতুন শনাক্ত রোগীদের বয়স, ২১-৩০ বছরের মধ্যে ২৭ ভাগ, ৩১-৪০ বছরের মধ্যে ২২ ভাগ, ৪১-৫০ বছরের মধ্যে ১৯ ভাগ। আক্রান্তদের মধ্যে ৬২ ভাগ পুরুষ ও ৩৮ ভাগ নারী।
নতুন আক্রান্তদের এলাকাভিত্তিক হিসাবে দেখা গেছে, সব থেকে বেশি আক্রান্ত ঢাকা শহরে, এরপরে রয়েছে গাজীপুর, নরসিংদী ও কিশোরগঞ্জ বলে জানান আইইডিসিআর পরিচালক।
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
এর আগে করোনায় আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার ১৫ জনের মৃত্যু হয়। আর শনাক্ত হয়েছে ২৬৬ জন। গতদিনের তুলনায় আক্রান্তের সংখ্যা বাড়লেও মৃত্যু কমেছে।
এমআইপি/প্রিন্স/খবরপত্র