নওগাঁর সাপাহারে প্রভাবশালী মহল কর্তৃক জনসাধারনের চলাচলের রাস্তার পানি নিস্কাষন প্রক্রিয়া বন্ধ করে জলাবদ্ধতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগে জানা গেছে উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর আদিবাসী পাড়া ত্রিমুহনী মোড়ের পানি নিস্কাষনের জন্য রাস্তার উপর স্থাপিত সরকারী ভাবে নির্মিত কালভার্টের মুখ স্থানীয় বাসিন্দা মানিক হোসেন এবং ওয়াজেদ আলীর স্ত্রী ফাতেমা বিবি পরিকল্পিত ভাবে ইটের দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে।
সরেজমিনে দেখা গেছে স্থানীয় লোকজন চলাচলে চরম সমস্যার সম্মুখিন হয়ে দিনাতি পাত করছে। প্রায় ১ বছর ধরে এ অবস্থা সৃষ্টি হলেও প্রশাসনিক ভাবে স্থায়ী পদক্ষেপ নেয়া হয়নি। ওই রাস্তার পানি নিস্কাষনের পথ বন্ধ থাকায় অল্পতেই বৃষ্টির পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কৃষকগণ জানান চলতি মৌসুমে মাঠ থেকে বোরো ধান পরিবহনে ওই এলাকার কৃষক জনতা চরম দুর্ভোগে পড়বে। এ দিকে কার্লভাটের মুখ বন্ধ করে রাস্তার উপরের পানি নিচে নামতে না দেয়ার কারনে রাস্তার পাশে বসবাসরত অসহায় আদিবাসীদের মাটির ঘর বাড়িগুলো ভেঙ্গে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। সচেতন মহলের ধারনা রাস্তার পাশের সরকারী জায়গা দখল মুক্ত করে সেখানে পানি নিস্কাষনের জন্য স্থায়ী ড্রেন নির্মান করা হলে এলাকার জনগণের এই দুর্ভোগ লাঘব হবে।
এলাকাবাসী চলাচলের রাস্তায় জলাবদ্ধতা নিরসনে স্থানীয় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
এমআইপি/প্রিন্স/খবরপত্র