রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৭ অপরাহ্ন

অলি আহমদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় রবিবার, ১৪ মার্চ, ২০২১

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমদকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল শনিবার ই-মেইলে কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে ৮৩তম জন্মদিনে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী। অলি আহমেদের জন্ম ১৯৩৯ সালের ১৩ মার্চ। তার পৈতৃক বাড়ি চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার চন্দনাইশে। তার বাবার নাম আমানত ছাফা এবং মায়ের নাম বদরুননেছা। তার স্ত্রীর নাম মমতাজ বেগম। তিনি দুই কন্যাসন্তানের জনক।
অলি আহমেদ বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আমার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন। জবাবে আমিও ভারতের প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছি। তিনি বলেন, আজকের এই দিনটিতে আমার ব্যক্তিগত কোনো চাওয়া-পাওয়া নেই। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার চাওয়া, যে জন্য মুক্তিযুদ্ধ করেছি, স্বাধীন দেশ প্রতিষ্ঠা করেছি, সেই মুক্তিযুদ্ধের মূল চেতনা গণতন্ত্র ও ভোটাধিকার জনগণ ফিরে পাক। প্রতিষ্ঠা পাক জনগণের সরকার। দেশে ফিরে আসুক আইনের শাসন। দেশ হোক দুর্নীতিমুক্ত। নিরাপদ ও কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও শক্তি কাজ করবে এই আশা করছি।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com