বাংলাদেশে এই প্রথম কোন স্কুলের ছাদে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল বঙ্গবন্ধু গ্রীণ ক্যাম্পাস নামে একটি প্রতিষ্ঠান। করোনার ভয়াবহতায় সৃষ্ট অলসতাকে কাজে লাগিয়ে গড়ে উঠেছে প্রকৃতির ব্যতিক্রমী এই আয়োজন। গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের ছাদে গড়ে উঠেছে দেশের প্রথম এই ধরণের কোন প্রতিষ্ঠান। গোসিংঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে হায়াৎখান চালা গ্রামে বিদ্যালয়ের ছাদে গড়ে তোলা বিশাল ছাদ বাগান বঙ্গবন্ধু গ্রীণ ক্যাম্পাস। এখানে ইতিমধ্যে ৯০ প্রজাতির ফুল ফল এবং ঔষুধী গাছের প্রায় হাজারের বেশি গাছের সমন্বয়ে মনোমুগ্ধকর দৃশ্যে ঠাঁয় দাঁড়িয়ে আছে বিশালাকার ছাদ নিয়ে এই ক্যাম্পাস। এই উপলক্ষ্যে গাজীপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে এবং হাজী আব্দুল কাদের প্রধান উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির যৌথ আয়োজনে বঙ্গবন্ধু গ্রীণ ক্যাম্পাসে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেলো মানবতার মিলন মেলা অনুষ্ঠান। গত ৯ মার্চ থেকে শুরু হয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে ১১ মার্চ সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে সমাপ্ত হয়েছে ৩ দিনের অনুষ্ঠান। প্রথম দিন এতিম, অসহায় ও কৃষকদের মাঝে উপহার বিতরণ। দ্বিতীয় দিন দর্শনার্থীদের বিনোদন আড্ডা ও তৃতীয় দিন সমাপনী অনুষ্ঠান। গাজীপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ডক্টর এ কে এম রিপন আনসারীর সভাপতিত্বে ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি খন্দকার ওবায়দুল্লাহর স্বাগত বক্তব্য এবং কামরুজ্জামান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এস এম তরিকুল ইসলাম জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট গাজীপুর। বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডঃ সামছুল আলম প্রধান উপজেলা চেয়ারম্যান শ্রীপুর, বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার তাসলিমা মোস্তারী, শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুরল আমীন, গোসিংঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান সরকার, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ফকির, সাবেক চেয়ারম্যান খন্দকার আসাদুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হাজী আহাম্মদ আলী প্রধান, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ ফকির, ইঞ্জিনিয়ার লুৎফর রহমান প্রধান,প্যানেল চেয়ারম্যান তাজ উদ্দিন আহমেদ, ২নং ওয়ার্ড মেম্বার হুমায়ুন কবির প্রধান, ৪নং ওয়ার্ড মেম্বার আসাদুজ্জামান বাবু, রোকন উজ্জামান মোল্লাহ প্র্রমুখ। এছাড়া মানবতার মিলন মেলা অনুষ্ঠানে গাজীপুর জেলার বিভিন্ন ইউনিটের সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত শতাধিক সাংবাদিক, স্কুলের সকল শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার কয়েকশত মানুষ। বঙ্গবন্ধু গ্রীণ ক্যাম্পাসের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য তুলে ধরেন প্রধান শিক্ষক মোঃ নাসির উদ্দীন। অনুষ্ঠান সূচীতে ছিল,কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত পরিবেশন,অসহায় এয়াতিমদের মাঝে উপহার বিতরণ, প্রতিবন্ধী বিধবা অসহায় নারী পুরুষদের মাঝে পোশাক উপহার এবং কৃষকদের মাঝে কৃষি বীজ বিতরণ। সকল পর্যায়ের মানুষের জন্যে বঙ্গবন্ধু গ্রীণ ক্যাম্পাস পরিদর্শনের জন্য উন্মুক্ত এবং তৃতীয় দিন প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানের সমাপ্তি হয়।